জয়ন্ত পাল, লেকটাউন: গত চারদিন ধরে নিখোঁজ ছিল সে। আশঙ্কা ভর করলেও আশা ছিল মনে। কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হতে হল লেকটাউনের এক পরিবারকে। কারণ চারদিন পর ডোবা থেকে উদ্ধার হল একরত্তি শিশুটির দেহ। অভিযোগ পেয়ে গত চারদিন ধরে তদন্ত চালাচ্ছিল পুলিশ। শেষ মেশ বুধবার ডোবায় শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে (Lake Town News)।
উত্তর ২৪ পরগনা জেলার লেকটাউনের ঘটনা (North 24 Parganas News)। সেখানকার দক্ষিণ দাঁড়ি এলাকার ২৪ নম্বর রেলগেটের কাছে একটি ডোবা রয়েছে। বুধবার তার মধ্যে থেকেই উদ্ধার হয়েছে একরত্তি ওই শিশুটির দেহ। মৃত শিশুটির নাম ইস্তারভাজ আনসারি, বয়স চার বছর। একরত্তি ওই শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে নিখোঁজ ছিল ছোট্ট ইস্তারভাজ। লেকটাউন থানায় সেই মর্মে অভিযোগ দায়ের করেছিল পরিবার। তাতে পুলিশের তরফে তদন্তও চলছিল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বিভিন্ন জায়গায় চলে তল্লাশিও। এমনকি বিধাননগর থানার পুলিশের তরফে সোশ্য়াল মিডিয়ায় শিশুটির ছবি-সহ বিশেষ পোস্টও করা হয়।
কিন্তু তার পরেও খোঁজ মিলছিল না শিশুটির। বুধবারও তদন্ত করছিল পুলিশ। ২৪ নম্বর রেলগেটের কাছে চলছিল তল্লাশি। সেই সময় কাছের ডোবায় শিশুটির দেহ পড়ে থাকতে দেখা যায়। ডোবায় নেমে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার গৌরম শর্মা। উত্তেজিত মানুষদের আশ্বস্ত করেন তিনি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্য়ে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হবে। পুলিশ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বলে জানান তিনি। শিশুটির দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে পাঠানো হয়। সেখানে শিশুটির ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। শিশুটির নিখোঁজ হয়ে যাওয়া থেকে মৃতদেহ উদ্ধার, নেপথ্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে খেলতে গিয়ে ডোবায় পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে কিনা, সেই প্রশ্নও এড়ানো যাচ্ছে না। সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছে পুলিশ। এদিন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। ঘটনার সত্যতা কী, পুলিশ তা বের করে আনবে বলে জানিয়ছেন তিনি।