সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনায় ফের তৃণমূলে ভাঙন! সিপিএমে যোগ দিলেন, বারাসাতের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি, বুথ সম্পাদক সহ শতাধিক কর্মী। দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে সরব হতেই তৃণমূল ছেড়ে লালঝান্ডা ধরেছেন তাঁরা, মন্তব্য় সিপিএমের। পাল্টা কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।


ফের ভাঙনের দাবি:
এটাই প্রথম নয়, এর আগেও একাধিক জেলায় তৃণমূল ছেড়ে আসার ছবি দেখা গিয়েছে। বাঁকুড়া, খড়্গপুর, মেদিনীপুর, কোচবিহারে তৃণমূল ছেড়ে বেরিয়ে অন্য দলে যোগ দিতে দেখা গিয়েছে। এবার সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। তবে বর্তমান শাসক দল ছেড়ে যোগ দিতে দেখা গিয়েছে প্রাক্তন শাসক দলে। উত্তর ২৪ পরগনার বারাসতে তৃণমূলের শতাধিক নেতা-কর্মী সিপিএমে যোগ দিয়েছেন বলে দাবি বামেদের। তাঁদের মধ্য়ে রয়েছেন, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সাহারব আলি এবং প্রাক্তন বুথ সম্পাদক জাহাঙ্গির হোসেন। তৃণমূল ত্যাগী নেতাদের মুখে উঠে এসেছে দুর্নীতির প্রসঙ্গ। তৃণমূল ত্যাগী নেতা শেখ সাহারব আলি বলেন, 'সারা বাংলা জুড়ে যেভাবে দুর্নীতি, শিক্ষা ব্য়বস্থা ভেঙে পড়েছে।' বৃহস্পতিবার, কীর্তিপুর ১ নম্বর এলাকায় সিপিএম-এর পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয়।


এই নিয়ে গত একমাসে একাধিক জেলায় তৃণমূলে ভাঙন ধরল। মঙ্গলবার, খড়গপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রায় ২০০ জন তৃণমূল নেতা ও কর্মী। রবিবার একই ছবি দেখা যায় মেদিনীপুরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন মেদিনীপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হিমাংশু মাইতি-সহ বেশ কয়েকজন নেতা ও কর্মী। বাঁকুড়ার ছাতনায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অঞ্চল সহ সভাপতি সহ ৫০ জন নেতা-কর্মী। সম্প্রতি, কোচবিহারে, কয়েক দফায় তৃণমূল ছেড়ে প্রায় ৭০০ কর্মী বিজেপিতে যোগ দেন বলে দাবি। তৃণমূলের ভাঙনের তালিকায় এবার উত্তর ২৪ পরগনাও!


সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য আহমেদ আলি খান বলেন, 'এর আগেও ৪০০ জন জয়েন করে। তৃণমূলের দুর্নীতি, অত্যাচার, তোলাবাজি, কাটমানি, পরিবর্তনের সরকারে অতিষ্ঠ। যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে পারে তাই এমন কাজ।' যদিও এই ঘটনাকে আমল দিতেই নারাজ কীর্তিপুর ১ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মান্নান আলি। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে শাসক দলে ভাঙন অব্য়াহত। প্রভাব পড়বে কি পঞ্চায়েতের ফলে?


আরও পড়ুন: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস