হায়দরাবাদ: নিজামের শহরে তাঁর ব্যাটের তাণ্ডব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) প্লে অফের স্বপ্নকে নতুন করে অক্সিজেন দিয়েছে। শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জিতলেই আরসিবির প্লে অফে জায়গা নিশ্চিত। ৬৩ বলে সেঞ্চুরি করে নায়ক বিরাট কোহলি। ১৩ ম্য়াচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে রয়েছে আরসিবি।


শেষ দুই ম্যাচে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচের পর ম্যাড ম্যাক্স বলেছেন, 'লম্বা টুর্নামেন্ট খেলছি। আমরা জানি এমন জায়গায় থাকতে হবে যেখান থেকে প্রতিপক্ষকে ধাক্কা দেওয়া সম্ভব। গত দুটি ম্যাচ দলকে উজ্জীবিত করে তুলেছে। আমরা একেবারে সঠিক সময়ে সেরা ছন্দে পৌঁছেছি।'


কোহলির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ম্যাক্সওয়েল। বলেছেন, 'অভূতপূর্ব ইনিংস। বিশেষ করে ব্য়াকফুটে কভার অঞ্চল দিয়ে যে কয়েকটা শট খেলেছে তা বুঝিয়ে দেয় কীরকম ছন্দে রয়েছে। ওকে বল করা সত্যিই কঠিন। স্পিনার হোক বা পেসার, শর্ট বল করলেই শাস্তি দিয়েছে। রান তাড়া করার সময় ও অনবদ্য।' যোগ করেছেন, 'ক্লাসেনও দুর্দান্ত ইনিংস খেলেছে। পাশাপাশি উইকেটে কোনওরকম সাহায্য় না পেয়েও ৪ ওভারে ২০ রানেরও কম খরচ করেছে মহম্মদ সিরাজ।'


 




শেষ ম্যাচে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে আরসিবি। ম্যাক্সওয়েল বলেছেন, 'টানা পাঁচ ম্যাচ বাইরে খেলার পর ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলার সুযোগ পাব। ক্রিকেটারেরা ফুটছে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গুজরাতের মোকাবিলা করার জন্য মুখিয়ে আছি।'


ম্যাচ শেষে কোহলি সাফ জানিয়ে দেন যে, সামনেই ভারতীয় দল মহাগুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নামবে। সেই কথা মাথায় রেখেই তিনি নিজের টেকনিক থেকে সরে গিয়ে কোনও পরিস্থিতিতেই উইকেট ছুড়ে দিতে চান না। কোহলি বলেন, 'আমি কখনও বেশি ঝুঁকিপূর্ণ শট খেলি না। এ বিষয়ে এডেনের (মারক্রাম) সঙ্গেও কথা বলছিলাম বটে। আমাদের তো বছরের ১২ মাসই খেলতে হয়। তাই আমি কোনও পরিস্থিতিতেই ভুলভাল শট খেলে উইকেট ছুড়ে দিয়ে আসতে চাই না। সামনেই তো টেস্ট ম্যাচ রয়েছে, তাই নিজের টেকনিকটা ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব ফেলতে পারলে, সবসময়ই ভাল লাগে। ভাল পারফরম্যান্স আত্মবিশ্বাসও জোগায়।'



আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি


আরও পড়ুন: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল