রাজীব চৌধুরী, নওদা: মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৬ বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তৃণমূল সাংসদের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। এমন মর্মান্তিক ঘটনার পরও, সন্তানহারা মা’কেই কার্যত কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ। শিশু মৃত্যুর পর তৃণমূল সাংসদের প্রতিক্রিয়া, "যা যা করার সবই করা হবে। ছোট শিশু। মর্মান্তিক ঘটনা, যা যা ক্ষতিপূরণ দেওয়ার দেব। মা ছিল না সঙ্গে। বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। ছুটে রাস্তা পেরোতে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। ওর মা ব্যাঙ্কে এসেছিল। ঘটনার পর ৫০-৬০ জন এসেছে। কিন্তু মায়ের দেখা পাওয়া যায়নি। পরে মা আসেন। আমি কোলে তুলে মেডিক্যাল কলেজে নিয়ে আসি। চিকিৎসকরা খুবই চেষ্টা করেছেন।''


তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু ৬ বছরের শিশুর: পুলিশ সূত্রে খবর, নওদার বাড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। পিঁপড়েখালির কাছে ৬ বছরের হাসিমকে ধাক্কা মারে তাঁর গাড়ি। গুরুতর আহত অবস্থায় শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) নিয়ে আসেন সাংসদ। কিন্তু, ৩ ঘণ্টা ধরে চিকিৎসকদের চেষ্টার পরও, বাঁচানো যায়নি। কিন্তু, সাংসদের গাড়ি বলে কি এভাবে দ্রুত গতিতে চালানো যায়? প্রশ্ন তুলেছে, মৃত শিশুর পরিবার। সন্তান হারানোর যন্ত্রণার শোকে পাথর বাবা-মা। একরত্তি নেই, এখনও মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। দফায় দফায় কান্নার রোল। তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত শিশুর বাবা বলেন, "MP মেরে ফেলল আমার ছেলেকে। আমার ছেলেটাকে মেরে দিল।'' এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তৃণমূল সাংসদের গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। 


বুধবার দুপুরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল বছর ছয়েকের ছোট্ট ছেলেটা। কাজের জন্য মা ব্যাঙ্কের ভিতরে যাওয়ায়, বাইরেই অপেক্ষা করছিল, খেলছিল। তারপর রাস্তা পেরোনোর সময়, দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কা। আর এরপরই সব শেষ। এই ঘটনায় মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, “মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে।’’ শাসক দলের সাংসদ বলেই কি গাড়ির বেপরোয়া গতি? প্রশ্ন বিরোধীদের। মুর্শিদাবাদ দক্ষিণের বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেন, “তৃণমূল যা খুশি করছে। তৃণমূল নেতা বলে কি সব কিছু করতে পারে। যেমন পারছে গাড়ি চালাচ্ছে।


আরও পড়ুন: Madan Mitra: "এজেন্ট বসবে না, ফাঁকা মাঠে গোল হবে, বিরোধীরা কোথায়?' বিস্ফোরক মদন