সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রোগী নিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্স (Ambulance in Accident)। কোনও রকমে প্রাণ বাঁচলেও গুরুতর ভাবে জখম হয়েছেন চার জন। একটি পিকআপ ভ্যানের (Pickup Van) সঙ্গে সংঘর্ষ বাধে অ্যাম্বুল্যান্সটির। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা দেখা দেয় এলাকায়। খড়দহ (Khardaha Police) থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বৃহস্পতিবার (North 24 Parganas News) আগরপাড়া মোল্লারহাটের কাছে বিটি রোডে এই দুর্ঘটনা ঘটে। রোগী নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাধে একটি অ্যাম্বুল্যান্সের। অ্যাম্বুল্যান্সের মধ্যে সেই সময় রোগী ছাড়াও ছিলেন তাঁর পরিবার এবং আত্মীয়রা। সেই সময় দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরপাড়া (Agarpara) থেকে ব্যারাকপুরের (Barrackpore) দিকে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। সেই সময় দুর্ঘটনা ঘটে। তাতে চার জন গুরুতর আহত হয়েছেন। কামারহাটি (Kamarhati) সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আহতরা। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা দেখা দেয়। খড়দহ থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে। পরিস্থিতি সামাল দেয় পুলিশই।


আরও পড়ুন: South 24 Parganas News: শপিং মলে কাজ সেরে ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশ থেকে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ


সপ্তাহখানেক আগে পূর্ব বর্ধমানের নবাবহাটে ঠিক একই ভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি অ্যাম্বুল্যান্স। সে বার জাতীয় সড়ক ২-বি ধরে গুসকরার দিক থেকে বর্ধমানের দিকে আসছিল অ্যাম্বুল্যান্সটি। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ডান দিক চেপে এগিয়ে আসে। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে পড়ে যাওয়ার উপক্রম হয় একটি অ্যাম্বুল্যান্সের। কোনও মতে পাড়ে আটকে গিয়ে তার অর্দ্ধেক অংশ পুকুরে এবং অর্দ্ধেক অংশ পাড়ে আটকে ঝুলতে থাকে। তবে পিছনে থাকা একটি গাড়ি সটান গিয়ে পড়ে পুকুরে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের দিকে ছুটে আসতে থাকে অ্যাম্বুল্যান্সটি। অর্ধেক অংশ পুকুরের জলে নেমেও যায়। কিন্তু পুকুরের পাড়ের ঢালে আটকে যায় পিছনের অংশ। তাতেই কোনও রকমে দুর্ঘটনা থেকে রক্ষা মেলে। রোগী-সহ তিন জন ছিলেন ওই অ্যাম্বুল্যান্সে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রাই। জলে পড়ে যাওয়া গাড়ি থেকেও উদ্ধার করা হয় চার জনকে।