কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: একই পরিবারের ২ শিশুর অস্বাভাবিক মৃত্যুতে (Child Death) চাঞ্চল্য ছড়াল বর্ধমান (Burdwan) শহরে। অসুস্থ এই পরিবারেরই আরও ৪ জন। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে ২ শিশুর। বাড়িতে দেওয়া ইঁদুর মারার বিষ থেকেই এই ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। 


বুধবার সকাল থেকেই শরীরটা খারাপ ছিল। বৃহস্পতিবার ভোরে অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। একই পরিবারের ২ শিশুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বর্ধমান (Burdwan) শহরের কাঞ্চননগর-রথতলা এলাকায়। অসুস্থ এই পরিবারেরই আরও ৪ জন। 


মৃত্যু হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের (Health Department) ভাড়া করা গাড়ির চালক রবি ঘোষের ছেলে রাহুল ঘোষ (৯) ও শুভঙ্কর ঘোষের (১২)। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বাড়িতে মাংস-ভাত খেয়েছিলেন সকলে। বুধবার থেকেই সকলে অসুস্থ বোধ করেন। 


আরও পড়ুন: R Ahmed Dental College Problem : হয়নি ICU হস্তান্তর, ওটি থেকেও বন্ধ মুখের অস্ত্রোপচার, আর আহমেদে বিপাকে রোগীরা


বর্ধমানে (Burdwan) মৃত শিশুর বাবা রবি ঘোষ জানিয়েছেন, সকাল থেকে শরীর খারাপ। রাতে ইঁদুর মারার বিষ দেওয়া হয়েছিল। মৃত শিশুর এক আত্মীয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ৬ জনকেই বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College) ভর্তি করেন প্রতিবেশীরা। 


বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Burdwan Medical College and Hospital) সুপার তাপসকুমার ঘোষের কথায়, বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। কী কারণে বিষক্রিয়া ময়নাতদন্তের পর জানা যাবে। 


আরও পড়ুন: North 24 Parganas: ভাটপাড়ায় প্রতারণার শিকার শিক্ষক, আতঙ্কে গোটা পরিবার


ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বর্ধমান থানার পুলিশ (Burdwan Police Station)। মঙ্গলবার রাতে বাড়িতে দেওয়া ইদুঁর মারার বিষই কি খাবারে মিশে গিয়েছিল? তা না হলে কীভাবে বিষক্রিয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে।