সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গেরুয়া (BJP) টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। বিধানসভা নির্বাচন মিটতে ফের তৃণমূলে (TMC) ফিরে এসেছিলেন। সর্বসমক্ষে জোড়াফুল পতাকা তুলে নিয়েছিলেন হাতে। এক বার ফের ভোলবদল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের (Biswajit Das)। পুরভোটের আগে, তাঁর দাবি, তিনি এখনও বিজেপিতেই আছেন। শুধু তাই নয়, নিজেদের মধ্যে কোন্দল না করলে, পুরভোটেও বিজেপি-র ভাল ফল করা উচিত ছিল বলে মন্তব্য করলেন তিনি।
দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি বিধানসভায় বিজেপি-র বলেই গন্য হয়েছেন ভোটের পর তৃণমূলে প্রত্যাবর্তনকারী মুকুল রায়। তবে শুনানি বা সালিশি নয়, নিজে থেকে বিশ্বজিৎ জানালেন, তিনি বিজেপি-র বিধায়ক, বিজেপি-তেই আছেন (North 24 Parganas News)।
পুরভোটের প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার এবিপি আনন্দের মুখোমুখি হন বিশ্বজিৎ। সেখানে তিনি বলেন, “আসন্ন পুরসভা নির্বাচনে গোবরডাঙা এবং বনগাঁয় ভাল ফল করা উচিত বিজেপি-র। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে অন্তত ভাল ফল হওয়া উচিত।”
সম্প্রতি একে একে কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরসভায় (WB Municipal Elections 2022) মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সেই প্রসঙ্গে বিশ্বজিতের বক্তব্য, “নিজেদের মধ্যে গন্ডগোল না থাকলে, আরও ভাল ফল করত বিজেপি।”
আরও পড়ুন: Dilip Ghosh Update: রাজ্যে দুর্বৃত্তদের হাতে সরকার চলে গিয়েছে, তৃণমূলকে আক্রমণ দিলীপের
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন বিশ্বজিৎ। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে হাতে তুলে নেন জোড়াফুল পতাকা। ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলেন, কিন্তু বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই বলেও সেই সময় মন্তব্য করেন তিনি।
তবে বিশ্বজিতের নিজেকে বিজেপি বলে দাবি করার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ দলত্যাগী আইনি মুকুল রায়-সহ অনেকের বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে বিজেপি। তাতেই তিনি নিজেকে গেরুয়া শিবিরের বলে দাবি করছেন বলে জল্পনা।