কলকাতা:  ইন্দো তিব্বতি সীমানায় কেমন করে কাটে জওয়ানদের জীবন? কঠিন পরিস্থিতি, তাপমাত্রার চূড়ান্ত তারতম্য, পদে পদে বিপদের ভয়। সেখানে যদি হঠাৎ এসে হাজির হন বলিউডের নায়ক? দেহরাদূনে আইটিবিপির একটি ক্যাম্পে হঠাৎ হাজির অক্ষয়কুমার।


জওয়ানদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন অক্ষয়কুমার। আলোচনা করেন তাঁদের জীবনযাত্রা, সুবিধা-অসুবিধা নিয়ে। বলিউড তারকাকে হঠাৎ নিজেদের মধ্যে পেয়ে আপ্লুত সবাই। সবুজ হুডিতে বলি নায়ক যেন তাঁদের পরিবারেই একজন। শুধু কী তাই? জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতেও দেখা যায় অক্ষয়কুমারকে। বলিউডের খিলাড়ির ফিটনেস প্রশ্নাতীত। দেহরাদূনের ভলিবল মাঠে জওয়ানদের সঙ্গে গা ঘামালেন তারকা। কেবল খেলা নয়, রীতিমতো ভলিবল ম্যাচ হল। সবুজ হুডিতে তারকাদ্যুতি ছড়িয়ে খেলায় মাতলেন অক্ষয়। তাঁকে পেয়ে যেন দ্বিগুণ উদ্দমে খেলায় মাতলেন জওয়ানরা। কড়া ডিউটির মধ্যেও যেন একটুকরো ছুটির আমেজ।


জওয়ানদের সঙ্গে সময় কাটিয়ে আপ্লুত অক্ষয়ও। বললেন, 'আপনারাই আসল হিরো, আমি তো রিলের নায়ক। আমরা শান্তিতে আছি কারণ আপনারা দেশের সীমানা রক্ষা করছেন। দেশের প্রতি আপনাদের ভালোবাসা আর আত্মসমর্ণণ আমাদের অনুপ্রেরণা দেয়।'


আরও পড়ুন: শেষ 'মহাপীঠ তারাপীঠ'-এর শ্যুটিং, রক্তবস্ত্র, ত্রিশূল নিয়ে ফিরলেন সব্যসাচী


এরপর সেন্ট্রাল স্কুলে গিয়ে সেখানকার শিশুদের সঙ্গেও দেখা করেন অক্ষয়। কথা বলেন তাদের সঙ্গে, রাখেন ছোট্ট ভাষণও। শিশুদের মন ভালো রাখতে আর তাদের উজ্জীবিত করতেই এই আয়োজন। বিদ্যালয়ে 'কেশরী' ছবির 'তেরি মিট্টি মে' গানটি গেয়ে শোনান অর্জুন খেরিয়াল নামক একজন আইটিবিপির জওয়ান। নিজের ছবির গান শুনে আবেগে ভাসেন অক্ষয় কুমার।


এই প্রথম নয়, এর আগেও কুলু বা নয়া দিল্লিতে জওয়ানদের সঙ্গে সময় কাটিয়েছেন অক্ষয়। খেলেছেন ভলিবল ম্যাচও। মুসোরীতে একবার শ্যুটিং করার সময় তিনি নিজে জওয়ানদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। অন্যদিকে, মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বচ্চন পাণ্ড ছবির নতুন পোস্টার। সেখানে অক্ষয়ের সঙ্গে দেখা গিয়েছে কৃতি শ্যাননকে।


চিরকালই বলিউডের চিরাচরিত নেতাদের থেকে অন্যপথে হাঁটেন অক্ষয়। বার বারেই তিনি উদাহরণ তৈরি করেন, অনুপ্রেরণা হয়ে ওঠেন অনেকেরই। সদ্য প্রকাশ্যে আসা দেহরাদূনে তাঁর ভলিবল খেলার ছবি দেখে নেটদুনিয়া বলছেন, তারকা ইমেজ ছেড়ে সাধারণের সঙ্গে এমন করে মিশে যেতে বোধহয় সব তারকা পারেন না।