সমীরণ পাল, নিউ ব্যারাকপুর: মুহূর্তের অসাবধানতা। ওটিপি (OTP) শেয়ার করে বিপদের মুখে নিউ ব্যারাকপুরের (New Barrackpore) বাসিন্দা। অবসরপ্রাপ্ত কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে গায়েব ১ লক্ষ ২০ হাজার টাকা। অভিযোগকারীর দাবি, মঙ্গলবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ম্যানেজার পরিচয়ে ফোন করে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানানো হয়। অভিযোগ, না বুঝেই ওটিপি শেয়ার করে ফেলায় অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। নিউ ব্যারাকপুর থানায় (New Barrackpore Police Station) অভিযোগ দায়ের হয়েছে।


অবসরপ্রাপ্ত কর্মী নিউ ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জি রোডের বাসিন্দা। ৭০ ঊর্ধ্ব দিব্যেন্দু  নারায়ণ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওই ব্যক্তি বলেন,  “অচেনা ফোন করে বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার বলছেন। বলা হয় আমার ATM কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। পুননবীকরণ করতে হবে।‘’ প্রাথমিকভাবে সন্দেহ হলেও নিউ ব্যারাকপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দেওয়ায় আশ্বস্ত হন। তাঁর দাবি, ওই ব্যক্তি বলেন শুধু ফোনে আসা OTP শেয়ার করলেই হবে।


OTP শেয়ার করার পরই তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা গায়েব হয়ে গিয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝেই ওই ব্রাঞ্চে যান তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতীয় দন্ডবিধির ৪২০, ৪০৬ ধারায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন ওই বৃদ্ধ। বৃদ্ধ জানান তাঁর হার্টের সমস্যা রয়েছে। একটি জটিল অস্ত্রোপচারের জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তাঁর কথায়, এই ভাবে এত গুলো টাকা গায়েব হল। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়লাম। গোটা ঘটনার তদন্তে নিউব্যারাকপুর থানার পুলিশ।


আরও পড়ুন: Anish Khan Death Case: কী কারণে আনিসের বাড়িতে গিয়েছিলেন? ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে পেশ