সমীরণ পাল, পানিহাটি: শহরের বুকে ভুয়ো কল সেন্টার। দীর্ঘ দিন ধরে তাতে ডালপালা মেলছিল প্রতারণা চক্র (Fraud)। শেষ পর্যন্ত পর্দাফাঁস করল পুলিশ। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ভুয়ো কলসেন্টার (Fake Call Centre) খুলে অল্প বয়সি ছেলেমেয়ের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হল সাত জনকে। এর সঙ্গে বড় কোনও মাথা জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর ২৪ পরগনার পানিহাটির (Panihati) ঘটনা। শনিবার সেখানকার আরএন টেগোর রোডের একটি ভুয়ো কল সেন্টার থেকে সাত জনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। আর কে কে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভুয়ো কল সেন্টার চালাচ্ছিলেন অভিযুক্তরা। অল্পবয়সি ছেলেমেয়ে, কর্মহীন মানুষদের ফাঁদে ফেলতেন তাঁরা। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়।
আরও পড়ুন: এটিম ভেঙে টাকা লুঠের চেষ্টা, উত্তেজনা উত্তরপাড়ায়
আরএন টেগোর রোডের একটি বাড়িতে ওই ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। দবর-দূরান্ত থেকে সেখানে এসে চাকরির জন্য ভিড় করতেন মানুষ।সম্প্রতি প্রতারণার শিকার কিছু মানুষ এই নিয়ে মুখ খোলেন, গোপন সূত্রে তা পুলিশের কাছে পৌঁছয়। এর পরই শনিবার ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় খড়দহ থানার পুলিশের একটি দল।
সেই সময় ওই কলসেন্টারে মোট সাত জন ছিলেন। পুলিশকে দেখে কার্যত থতমত খেয়ে যান সকলে। পুলপিশের প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি তাঁরা। তাতেই তাঁদের সকলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে ধৃতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। যে বাড়িতে ভুয়ো কল সেন্টারটি খোলা হয়েছিল, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
তবে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস নতুন নয়। চাকরির খোঁজে হন্যে হয়ে ঘোরা ছেলে মেয়েদের ফাঁদে ফেলার ঘটনা এর আগে শহর কলকাতার বুকেও ধরা পড়েছে।