রঞ্জিত সাউ, উত্তর ২৪ পরগনা: খুশির ইদে মাতোয়ারা গোটা দেশ এবং শহর কলকাতাও (Kolkata News)। তার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল সল্টলেকে। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক রিকশা চালকের (Rickshaw Puller Death)। বাসের ধাক্কায় আহত হলেন আরও ছয় জন। গুরুতর আহত তাঁরা। ভর্তি করা হয়েছে হাসপাতালে। ব্রেক ফেল করায় দুর্ঘটনা বলে দাবি উঠলেও, স্থানীয়দের দাবি বেপরোয়া গতিতে ছুটে আসছিল বাসটি। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বাসের ধাক্কায় পেশায় রিকশা চালক এক ব্যক্তির মৃত্যু হয়েছে
শনিবার সকালে উত্তর ২৪ পরগনার সল্টলেকে এই দুর্ঘটনা ঘটে (Salt Lake Accident)। সল্টলেকের জিসি আইল্যান্ডের কাছে পর পর সাত জনকে একটি সরকারি বাস ধাক্কা মারে বলে অভিযোগ। তাতে পেশায় রিকশা চালক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ যাদবপুর থেকে করুণাময়ীগামী সরকারি বাস GC আইল্যান্ডের পাশে পুলিশ কিয়স্কের সামনে রিকশ স্ট্যান্ডে ধাক্কা মারে প্রথমে। তার পর রাস্তার পাশের পাঁচিল ভেঙে ঢুকে যায়। তাতে সাত জন আহত হন। তড়িঘড়ি আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আহত রিকশা চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: Tapas Saha Exclusive : মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথার ওপর রয়েছে, বললেন তাপস
মৃত ব্যক্তির নাম বৃন্দাবন প্রধান। বয়স হয়েছিল ৬৫ বছর। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা তিনি। কেষ্টপুরে ভাড়া থাকতেন পরিবারকে নিয়ে। রোজকার মতো এ দিনও রিকশা নিয়ে বেরিয়েছিলেন তিনি। রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলেন। সেই সময়ই বেপরোয়া গতিতে ছুটে আসা বাস তাঁকে ধাক্কা মারে। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগনাল ভেঙে বেপরোয়া গতিতে ছুটছিল সরকারি বাস
এই দুর্ঘটনা নিয়ে বিধাননগরের মেয়র মেয়র কৃষ্ণা চক্রবর্তীর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি জানান, বাসটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগনাল ভেঙে বেপরোয়া গতিতে ছুটছিল সরকারি বাস। সেই কারণেই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। বেলা ১১টায় কী ভাবে বেপরোয়া গতিতে বাসটি রাস্তা দিয়ে এগোচ্ছিল, প্রশ্ন তুলেছেন তাঁরা।