সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের টিটাগড়ে শ্যুটআউট (Shootout), একজনের মৃত্যু। মাথায় গুলি করে খুনের অভিযোগ উঠেছে। গুলির আঘাতে মহম্মদ হাসান নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ, টিটাগড়ে (Titagarh) এই গুলি চলে। নিহত ব্যক্তি একটি দোকানের কর্মচারী বলে জানা গিয়েছে। গুলি লাগার পরে জখম ব্যক্তিকে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 


ওরানপাড়া এলাকাটি টিটাগড় স্টেশন (Titagarh Station) সংলগ্ন এলাকা। অত্যন্ত জনবহুল এলাকা এটি। সেখানেই শুটআউট হয়।  কেন এই গুলি, এখনও জানা যায়নি। সূত্রের খবর, মহম্মদ হাসান বাড়ির কাছে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। সেখানেই মাথায় লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। যদিও এখন পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 


নিহত মহম্মদ হাসানের বয়স বছর বিয়াল্লিশের মতো। অপরাধের রেকর্ড হয়েছে নিহত ব্যক্তির। মাদক মামলায় জেলে ছিল এই ব্যক্তি। ৬ মাস আগে জেল থেকে ছাড়া পায় মহম্মদ হাসান। কী কারণে গন্ডগোল হয়েছে, তা জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনজন দুষ্কৃতী হামলা চালিয়েছিল। মাথায় গুলি করে খুন করা হয়েছে।


বারবার অশান্ত টিটাগড়:


কিছুদিন আগেই দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সংঘর্ষে জড়িয়েছিলেন এই এলাকায়। সেই ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল। তারপরে ফের অশান্ত টিটাগড়। ওড়ান পাড়ায় জনবহুল এলাকায় বাড়ির সামনেই মাথায় গুলি করে খুন করা হল এক ব্য়ক্তিকে।                  


বারবার টিটাগড় খবরের শিরোনামে উঠে এসেছে। কখনও রাজনৈতিক সংঘর্ষ কখনও আবার দুষ্কৃতী তাণ্ডব। কখনও বোমা বিস্ফোরণে মতো ঘটনা। গত বছরেরর সেপ্টেম্বরে টিটাগড়ে ক্লাস চলাকালীন একটি স্কুলে বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় উথালপাথাল হয়েছিল রাজ্য রাজনীতি। ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।                                  


পুজোর মধ্যেই গুলি চালনার ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনার সোদপুরেও। দশমীর রাতে সোদপুরে ওই শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। তিনজনের একটি দল ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। 


আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ পচছে, শুধু মহুয়াকে নিয়ে রোজ রোজ বৈঠক, বললেন কুণাল