সমীরণ পাল, সোদপুর: দোরগোড়ায় শারদোৎসব (Durga Puja 2024)। কিন্তু বাঙালির মন ভাল নেই। চারিদিকেই বিষাদের সুর। এই প্রেক্ষাপটে ৭৫তম বর্ষে অনাড়ম্বরভাবেই পুজোর আয়োজন করছে, সোদপুরের বিজয়পুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। মণ্ডপে থাকছে, নিহত তরুণী চিকিৎসকের স্মরণে অভয়া উদ্য়ান। এরইমধ্য়ে, পুজোর অনুদান ফেরাল সোদপুরের আরও এক দুর্গাপুজো কমিটি।


বিষাদের সুর: প্রতিবারের মতোই পুজোর আনন্দে মেতে ওঠার কথা ছিল এই পরিবারটারও। মেয়ে ছুটি পেলে, তাকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল এই মা-বাবারও। কিন্তু, একটা রাত তাঁদের সবকিছু তছনছ করে দিয়েছে। সেই সঙ্গে গোটা বাংলার পুজোর আনন্দও, কেউ যেন এক ফুঁয়ে নিভিয়ে দিয়েছে। সেই জায়গায় জ্বলে উঠেছে বিচারের দাবি। উত্তর ২৪ পরগনার সোদপুরের কোনও পুজো এবার সরকারি অনুদান ফিরিয়েছে। কোনও পুজোয় নিহত চিকিৎসকের স্মরণে থাকছে অভয়া উদ্য়ান।


মেয়ে সুবিচার পাক। মায়ের কাছে এবার এই প্রার্থনা বাংলা লক্ষ লক্ষ পরিবারের। এই আবহে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ৮৫ হাজার টাকা সরকারি অনুদান ফিরিয়েছে বহু পুজো কমিটি। এবার সেই তালিকায় নাম লেখাল সোদপুরের পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব। ঘোলা থানায় এই বিষয়টি লিখিতভাবে জানিয়ে দিয়েছে। এবার সোদপুরের বিজয়পুর সর্বজনীনও পুজোর আয়োজন করছে অনাড়ম্বরভাবে। এবার তাঁদের ৭৫ বছর। কিন্তু, কোনও জাঁকজমক চান না উদ্য়োক্তারা। এবারের পুজোর ভাবনা, চৈতন্য়। সবার মধ্য়ে চৈতন্য় ফিরুক। মূল মন্দির বেলুড় মঠের আদলে। সেখানে বাজবে না মাইক। শুধু হবে স্তোত্রপাঠ। আর জি কর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের স্মরণে মণ্ডপের একদম সামনে থাকছে অভয়া উদ্য়ান। মণ্ডপের একটি অংশে থাকবে শান্তি উদ্য়ান। যেখানে জ্বালানো হবে প্রদীপ।


এদিকে আর জি কর-কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা ২৫ সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে, ২৩ নভেম্বর অবধি, আগামী ৬০ দিনের জন্য় বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার, যা বেন্টিঙ্ক স্ট্রিট ছাড়া কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, সেখানে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি, ও যানচলাচল বিঘ্নিত হতে পারে, এমন কিছু করা যাবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Anubrata Mondal: ছবি-কাটআউটে ছয়লাপ, রাজনীতির ময়দানে কবে কামব্যাক অনুব্রতর?