ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কালীপুজোর (Kali Puja 2024) পর থেকে তৃণমূলে প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন অনুব্রত (Anubrata Mondal)। বৈঠক ও সভা করবেন প্রতি ব্লকে। আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
কবে ফিরছেন সক্রিয় রাজনীতিতে?
কালীপুজোর পরেই রাজনীতির ময়দানে কামব্যাক অনুব্রত মণ্ডলের। প্রতিটি ব্লকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ও সভা করবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তার আগে প্রতিদিন নিয়ম করে বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে বসবেন অনুব্রত। নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহে চিকিৎসার জন্য কলকাতায় যাবেন অনুব্রত। সেই সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর দেখা করার কথা। অনুব্রত ফিরতেই বদলে গিয়েছে জেলা রাজনীতির সমীকরণ। ঝাড়পোঁছ করে সাজিয়ে তোলা হয়েছে পার্টি অফিস। সরানো হয়েছে কোর কমিটির নেতাদের ছবি। জেলমুক্তির পর অনুব্রতকে পুরনো ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।
মঙ্গলবার, বীরভূমে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর বুধবার দেখা যায়, অনুব্রতর ছবিতে ছয়লাপ বীরভূমের তৃণমূল পার্টি অফিস। এদিন দেখাও করেন সবার সঙ্গে। কার্যালয় জুড়ে লাগানো হয়েছে তাঁর কাটআউট। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরানো হয়েছে কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং। যা কিনা, মঙ্গলবার পর্যন্ত জ্বলজ্বল করছিল পার্টি অফিসের সামনে।
২০১৮ সালে বীরভূম জেলা তৃণমূল ভবনের উদ্বোধন করেছিলেন অনুব্রতই। প্রায় প্রতিদিন নিয়ম করে এখানে বসতেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। কিন্তু, জেলযাত্রার কিছু দিনের মধ্যেই অনুব্রত মণ্ডলের ছবি সরানো হয় কার্যালয় থেকে। তার পর জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ছবি টাঙানো হয়। দেওয়ালে ছিল, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্য়োপাধ্য়ায়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিন্হা, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ এবং বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক, সুদীপ্ত ঘোষের ছবি। গতকাল বোলপুরের দলীয় কার্যালয় কার্যত অনুব্রতময়। মমতা-অভিষেক ছাড়া ওই সব ছবি সরিয়ে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের ছবি, কাটআউটে সেজে উঠেছে পার্টি অফিস। কোনও কোনও ছবিতে কেষ্টর পাশে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওটায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, জেলা তৃণমূলের অন্য কোনও মুখের জায়গা নেই সেখানে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।