সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মত্ত যুবকদের বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হলেন খোদ তৃণমূল কাউন্সিলর। এবার সামনে এল সিসিটিভি ক্য়ামেরার ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে বরানগর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান এবং বর্তমানে বিদ্যুৎ বিভাগের পুর পরিষদ সদস্য জয়ন্ত রায়কে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। বরানগরের আলমবাজার জনবহুল এলাকা। সেখানেই দিনের আলোয় দুষ্কৃতীদের তাণ্ডব। রাস্তায় ফেলে পেটানো হল তৃণমূল কাউন্সিলরকে। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


প্রথমে শুরু হয়েছিল কথা কাটাকাটি, সেখান থেকে ধাক্কাধাক্কি। তারপর আরও বেড়ে যায় উত্তেজনা। রাস্তায় ফেলে ঘুঁষি-লাথি মারা হয় কাউন্সিলরকে। মারধরের চোটে নাক-মুখ ফেটে যায় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত রায়ের। আর এই গোটা ঘটনাটাই ধরা পড়েছে রাস্তার পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায়।


দিনেদুপুরে দুষ্কৃতীদের হামলায় নাক ফাটল বরানগরের তৃণমূল কাউন্সিলরের। সেই হামলার পরেই এলাকার বিজেপি নেতা রাজীব মিশ্রর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করে করা হল পোস্ট। আর এই ঘটনা ঘিরেই তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।


ঘটনার নেপথ্যে:
বরানগর থানা সূত্রে খবর, গত শুক্রবার সকালে বাস থেকে নামার পর যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি, বচসায় জড়ান কয়েকজন মত্ত যুবক। বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হন ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত রায়।


বরানগর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত রায় বলেন, 'বাস থেকে এক ব্যক্তিকে নামিয়ে মারতে থাকে কয়েকজন। আমি দৌড়ে গিয়ে উদ্ধার করি। কিছুক্ষণ পর ওরা এসে আমায় আবার ধাক্কা মারল। আমার মুখেও মারে। প্রতিবাদ করেছিলাম বলে আমার ওপর হামলা। জনৈক রাজীব মিশ্র নামে এক বিজেপি নেতা পোস্ট করেছে, যেটা দেখে আমার মনে হয়েছে, এর পিছনে বিজেপির ইন্ধন রয়েছে।'


পাল্টা দাবি বিজেপি নেতার:
উত্তর ২৪ পরগনার বরানগরের বিজেপি নেতা রাজীব মিশ্র বলেন, 'বিজেপি কোনওভাবে যুক্ত নয়। গোটাটাই তৃণমূলের দ্বন্দ্ব। ঘটনার কথা জানতে পেরে আমি শুধু একটা পোস্ট করেছি, এর মধ্যে কোনও উস্কানিমূলক কথা নেই।'


ঘটনার তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেফতার করে বরানগর থানা। ধৃতদের ব্যারাকপুরে কোর্টে তোলা হলে পরে জামিন পেয়ে যান তাঁরা। প্রতিবাদ করায় যদি শাসক দলের নেতাকেই আক্রান্ত হতে হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? প্রশ্ন সাধারণ বাসিন্দাদের।

আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?