সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বঙ্গে ধীরে ধীরে জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। উল্টোদিকে এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। অবশ্য যে গতিতে আবহাওয়ার তাপমাত্রা কমছে, তার কয়েক গুণ গতিতে রাজ্যজুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অস্ত্র-বোমা উদ্ধার থেকে রাজনৈতিক চাপানউতোরের গতি যেন টেক্কা দেবে হু হু করে বাড়তে থাকা ডেঙ্গি-গতিকেও। এর মাঝেই আবার জারি হুমকি-হুঁশিয়ারি পর্বও। শাসক হোক বা বিরোধী, গর্জনে পিছনের সারিতে নেই কেউই।


নিজের গাড়িতে মনোনয়ন জমা বিরোধীদের


এরমাঝেই যেন কিছুটা ভিন্ন সুর তৃণমূল বিধায়কের কণ্ঠে। অশোনকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী দলীয় সভা থেকে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি নয়, বরং দিলেন বরাভয়। বিরোধীদের পঞ্চায়েত ভোটে মনোনয়নে বাধা পেতে হলে তাঁকে জানালে নিজের হাড়িতে বসিয়ে মনোনয়ন জমা দিয়ে আনবেন বলেই জানালেন তিনি! পাশাপাশি দলীয় সমর্থকদের ক্ষমতার দম্ভ ভোলাতে গিয়ে করলেন বিতর্কিত মন্তব্য। বললেন, তৃণমূলে কোনও মাস্তানি, মাতব্বরি, দাদাগিরি চলবে না। বিধায়কের বক্তব্যে কি দলের ভাবমূর্তি ফেরানোর প্রচেষ্টা! উঠছে প্রশ্ন। অবশ্য গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।


তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বার্তা, 'বিরোধীদের উদ্দেশে বলছি, কোথাও মনোনয়ন দিতে বাধা পেলে আমাকে ফোন করবেন, নিজের গাড়িতে বসিয়ে মনোনয়ন জমা করার ব্যবস্থা করব।' পাশাপাশি দলীয় সমর্থকদের তাঁর বার্তা, 'তারে ক্ষমতার থেকে বেশি বিদ্যুৎ গেলে তা পুড়ে যায়। যদি ক্ষমতায় কারোর মাথা গরম হয় তাহলে তারা সরে যেতে পারে। কারণ তৃণমূলে কোনও দাদাগিরি, মাস্তানি, মাতব্বরি চলবে না। '


হুঁশিয়ারি উদয়নেরও


বিরোধীদের উদ্দেশে একাধিক হুঁশিয়ারির পর গতকাল তৃণমূলের ভাবমূর্তি ফেরানোর বার্তা দিতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। জনসাধারণের উদ্দেশে তাঁর বার্তা ছিল, 'কেউ যদি কোনওভাবে টাকা চায়, কেউ যদি কোনও কারণে সরকারি কোনও সুবিধা দেওয়ার কথা বলে টাকা চায়, ফোন করে আমাকে জানাবেন যে, কে টাকা চাইছে। তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা আমরা করব।' যা নিয়ে বিরোধীরা কটাক্ষের সুরে পাল্টা বলেছে, 'ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে'। সবমিলিয়ে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তরজাও।


আরও পড়ুন- আদালতের প্রশ্নের মুখে OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রাপককে তলব করল সিবিআই