কোচবিহার: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) হস্টেল উদ্বোধনে গিয়ে অস্বস্তিতে পড়তে হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha)। সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন, প্রশ্ন তুললেন তৃণমূলের এক ছাত্রনেতা (TMC)।                                                 

  


হস্টেল উদ্বোধনে অস্বস্তিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী


পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের হস্টেল উদ্বোধনে গিয়ে অস্বস্তিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি না থাকা নিয়ে প্রশ্ন তৃণমূল ছাত্রনেতার। অসম্পূর্ণ হস্টেলের উদ্বোধন নিয়েও প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির ইউনিট সভাপতি। সংবাদমাধ্যমের সামনে ছাত্রনেতাকে চুপ থাকার পরামর্শ মন্ত্রীর।


তৃণমূল ছাত্র পরিষদ নেতা উত্তম ঘোষের দাবি, 'হঠাৎ করে অন্য দল থেকে আসিনি। দল পরিবর্তন করিনি। প্রথম থেকে তৃণমূল ছাত্র পরিষদটা করি। তৃণমূলটা আবেগ, ভবিষ্যতেও এটাই করব।'                                                                                     


উদয়ন গুহর পাল্টা বক্তব্য, 'ওর কোনও কাজ নেই তাই ও বলেছে। নয়তো এখানে কেউ তো ওকে নেতা বলে চিনছিল না। এত সাংবাদিক আছেন, তাঁদের সামনে নিজেকে নেতা বোঝানোর জন্য বলেছে। যখন কাজের চাপ পড়বে, খাওয়া-দাওয়া ভুলতে হবে তখন এসব বলবে না।'                                                                           


আরও পড়ুন: Medical College: ভোটের দাবিতে অনড় থেকেও ১২ দিন পর অনশন প্রত্যাহার মেডিক্যালের ছাত্রদের


ঘটনায় বিজেপির কী প্রতিক্রিয়া? কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, 'এতদিন কারও হাঁটু ভেঙে দেওয়া, কারও গোঁফ উপড়ে দেওয়া, এসব থেকে উনি বের হতে পারছেন না। নিজের দলের কর্মীদের ওপর ওঁর সেই নিয়ন্ত্রণ নেই। উনি যা করছেন তাতে জনগণের মধ্যে ওঁর প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কাজ হোক মানুষের জন্য।'