বাচ্চু দাস ও সনত্ ঝা, কার্শিয়াং: উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়, বেআইনিভাবে সরকারি জমি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। সেই ঘটনায় গত কয়েকদিনে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কী অভিযোগ?
কোথাও প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে নদীর চর। কোথাও, জমির দাম বাড়াতে নদীর ওপর তৈরি করা হয়েছে বেআইনি সেতু। উত্তরের জল-জঙ্গল-পার্বত্য এলাকায় এভাবেই ‘লুঠ’ হচ্ছে সরকারি জমি। বেআইনিভাবে জমি দখল ও বিক্রির অভিযোগে, গত কয়েকদিনে, কার্শিয়ং, সেবক, নকশালবাড়ি ও খড়িবাড়ি এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন, গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল
এই গ্রেফতারি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "পুলিশ এতদিন ঘুমোচ্ছিল। এখন মুখ্যমন্ত্রীকে খুশি করতেই তত্পরতা। তবে এত সত্ সাহস নেই পুলিশের। শাসক কাউকে ধরবে না। বিরোধীদের যেন হ্যরাস না করে।"
ধরপাকড় তো চলছে। কিন্তু, এর জেরে বন্ধ হবে তো মাফিয়া-দৌরাত্ম্য? উঠছে প্রশ্ন।