কলকাতা: উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, ছত্তিশগড়ের উত্তরপ্রান্ত, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বেশিরভাগ অংশ সহ উত্তর বাংলাদেশে তাপপ্রবাহ (Heatwave) বইছে। ঠিক এই সময়েই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (North Bengal rainfall Warning) দিল আবহাওয়া দফতর।
বুধবার বিকেলে তাদের তরফে এই বিষয়ে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৯ মে থেকে ৩১ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি (০৭-১১ সেন্টিমিটার) থেকে অতি ভারী বৃষ্টি (১২-২০ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার একটি অথবা দুটি জায়গায়।
হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার একটি অথবা দুটি জায়গায়। সেখানে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) হওয়ার পূর্বাভাস রয়েছে।
পয়লা জুন থেকে ২ জুন হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার একটি কিংবা দুটি জায়গায়। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে তিস্তা, জলঢাকা, সংকোষ ও তোর্সা। বৃষ্টির কারণে কমবে দৃশ্যমানতা। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাষের ফসল ও বাগানে থাকা গাছপালার। নিচু গ্রামীণ এলাকা ও আন্ডারপাসে জল জমতে পারে বলেও জানানো হয়েছে।
ইতিমধ্যে প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কাঁচা বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। কৃষকদের এই সময়ে সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। এগুলো জলে ভেসে নষ্ট হবে বলেই জানানো হয়েছে। প্রয়োজন যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে তাই খোঁজখবর নিয়েই রাস্তায় বের হতে বলা হয়েছে। আবহাওয়ার লেটেস্ট আপটেড পেতে ব্যবহার করতে বলা হয়েছে মৌসম দর্পণ অ্যাপ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: West Medinipur News: মর্মান্তিক, ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ভাসুর