অরিত্রিক ভট্টাচার্য,ময়নাগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) ট্রেন দুর্ঘটনার (Train Accident) তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এল অডিও ক্লিপ (Audio Clip)। অডিও ক্লিপে, ট্রেনের নিচে আগুনের ফুলকি দেখা যাচ্ছে বলে সতর্ক করতে শোনা যাচ্ছে। তারপরেও কেন ট্রেন থামানো হল না, উঠছে প্রশ্ন। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গত ১৩ জানুয়ারি ময়নাগুড়ির দোমোহনিতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ৯ জনের।


আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনার দু’সপ্তাহ পর সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। একটি অডিও ক্লিপ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে স্টেশন মাস্টারের সঙ্গে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের চালকের কথোপকথন শোনা যাচ্ছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, একজন বলছেন, “ট্রেনে ঠিক কোথায় স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে?’’ অন্যজন বলছেন, “ট্রেনে একটা স্ফুলিঙ্গ হচ্ছে, গেটম্যান বলছেন ঠিক দেখা যাচ্ছে না। আপনাকে সিগনাল দিচ্ছি আপনি আসুন।’’


গত ১৩ জানুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে দুর্ঘটনায় পড়ে আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। লাইনচ্যুত হয় ৮টি কামরা। ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ যায় ৯ যাত্রীর। দুর্ঘটনার পরপরই সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করছে রেল। কীভাবে লাইনচ্যুত হয়েছিল ট্রেন? কারণ হিসেবে উঠে আসছে একাধিক তথ্য।


শুধু এই অডিও ক্লিপই নয়। সামনে এসেছে আরও একটি সিসিটিভি ফুটেজ। রাত ২টো নাগাদ উত্তরপ্রদেশের চুনার স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ের ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিকানের এক্সপ্রেস যাওয়ার আগে লাইনের মাঝে পিচের অংশে কোনও দাগ নেই। কিন্তু ট্রেন যেতেই দেখা গেল পিচের অংশে ঘষা দাগ রয়েছে। আর এতেই প্রশ্ন উঠছে এই ঘটনার পরেও কেন গুরুত্ব দেওয়া হল না?  কেন পরীক্ষা করা হল না ইঞ্জিনের? ট্রেনে ফুলকি দেখার পরেও কেন ট্রেন থামানো হল না? তবে কি রেলের এক শ্রেণির কর্মীদের গাফিলতিতে এতবড় দুর্ঘটনা ঘটল? রেল সূত্রে খবর, তদন্ত শেষ করে ৬ মাসের মধ্যে তার রিপোর্ট দিতে হবে। তখনই বোঝা যাবে ঠিক কী কারণে লাইনচ্যুত হয় আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।


আরও পড়ুন: Kolkata Bus Accident: বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, চাকা ফেটে উল্টে গেল বাস