West Bengal Train Accident Live: ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনা কারণ কী? ধন্দ বাড়ছে বিভিন্ন বয়ানে

West Bengal Train Accident Live: বিকেল ৫টা নাগাদ বেলাইন ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস (Bikaner Express)। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Jan 2022 07:57 PM
Guwahati-Bikaner Express Derailed: রেলমন্ত্রীর মতে, ট্র্যাক বা কোচ নয়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে

রেলমন্ত্রীর মতে, ট্র্যাক বা কোচ নয়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা ঘটে থাকতে পারে

WB Train Accident Live: ট্রলিতে চেপে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রলিতে চেপে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Guwahati-Bikaner Express Derailed: গতকাল প্রায় সারা রাত ধরে চলে উদ্ধার কাজ

আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর গতকাল প্রায় সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। গ্যাস কাটার দিয়ে বগির অংশ কেটে মৃতদেহ ও আহতদের উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪২ জনকে। 

WB Train Accident Live: ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় আহত ৪২

ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত ৯ জনের মধ্যে ৫ জনই কোচবিহারের। আহত ৪২। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা যাত্রীর।

Guwahati-Bikaner Express Derailed:দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ছিল WAP 4 ক্যাটিগরির

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ছিল WAP 4 ক্যাটিগরির

West Bengal Train Accident Live: ফের ট্রেন চালুর তত্‍পরতা

ফের ট্রেন চালুর তত্‍পরতা

Guwahati-Bikaner Express Derailed: কেন দুর্ঘটনার কবলে পড়ল আপ বিকানের এক্সপ্রেস? ত্রুটি কোথায়?

কেন দুর্ঘটনার কবলে পড়ল আপ বিকানের এক্সপ্রেস? ত্রুটি কোথায়? রেলওয়ে সেফটি কমিশনারের নেতৃত্বে সূত্র সন্ধান করবে রেলের তদন্তকারী দল

West Bengal Train Accident Live: উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার পর শেষ উদ্ধার কাজ

উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার পর শেষ উদ্ধার কাজ

Guwahati-Bikaner Express Derailed: ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনা কারণ কী?

ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনা কারণ কী? ট্র্যাকশন মোটর ভেঙে পড়াতেই কি  বিপত্তি? ধন্দ বাড়ছে বিভিন্ন বয়ানে। 

West Bengal Train Accident Live: রেল দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোয় নেমে এসেছে শোকের ছায়া

রেল দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোয় নেমে এসেছে শোকের ছায়া

Guwahati-Bikaner Express Derailed: কীভাবে বেলাইন বিকানের এক্সপ্রেস? রেলমন্ত্রী-২ চালকের মধ্যেই ভিন্নমত

কীভাবে বেলাইন বিকানের এক্সপ্রেস? রেলমন্ত্রী-২ চালকের মধ্যেই ভিন্নমত

West Bengal Train Accident Live: ময়নাগুডি় ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৯, আহত ৪২

উত্তরবঙ্গে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে ৯। ৪২ জন আহত।

Guwahati-Bikaner Express Derailed: দুর্ঘটনাস্থলে গিয়ে অসুস্থ প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বুকে হালকা ব্যথা অনুভব করেন তিনি। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর আপাতত অবস্থা স্থিতিশীল।

West Bengal Train Accident Live: ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্ত চান রূপা গঙ্গোপাধ্যায়

ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা চলছে বলে অভিযোগ করেন।

Guwahati-Bikaner Express Derailed: উদ্ধারকার্য শেষ, ময়নাগুড়িতে লাইন খালি করার কাজ চলছে

উদ্ধারকার্য শেষ। লাইন খালি করার কাজ চলছে, যাতে ট্রেন চলাচল করতে পারে। শনিবার থেকে শুরু হচ্ছে তদন্ত। রিপোর্ট তৈরি হবে সেই অনুযায়ী। ইঞ্জিনে সমস্যার কথা উঠে এলেও, লাইনের ত্রুটির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

West Bengal Train Accident Live: ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, চিকিৎসাধীন ৩৬

জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ৩৬ জনের। 

West Bengal Train Accident Live: লাইন থেকে সরানো হচ্ছে ট্রেনের কামরা, ঘটনাস্থলে রেলমন্ত্রী

ময়নাগুড়িতে ক্রেন দিয়ে লাইন থেকে সরানো হচ্ছে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কামরা। ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। 

West Bengal Train Accident Live: ইঞ্জিনের ট্র্যাকশন মোটর ভেঙেই বিপত্তি, প্রাথমিক তদন্তে ধারণা রেলের

ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে? আপ বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইঞ্জিনের যে সমস্যা ছিল প্রাথমিক তদন্তে তা স্পষ্ট হয়েছে।  এই ইঞ্জিন ছিল ওয়াপ ফোর ক্যাটিগরির। এতে চারটি করে ট্র্যাকশন মোটর থাকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনের একটি ট্র্যাকশন মোটর ভেঙে পড়েছিল। তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাকশন মোটরের ভূমিকা হল এটি ইঞ্জিনের চাকাকে রেল লাইনে ধরে রাখতে ও চাকাকে ঘোরাতে সাহায্য করে। 

West Bengal Train Accident Live: ইঞ্জিনের ট্র্যাকশন মোটর ভেঙেই বিপত্তি, প্রাথমিক তদন্তে উ

ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে? আপ বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইঞ্জিনের যে সমস্যা ছিল প্রাথমিক তদন্তে তা স্পষ্ট হয়েছে।  এই ইঞ্জিন ছিল ওয়াপ ফোর ক্যাটিগরির। এতে চারটি করে ট্র্যাকশন মোটর থাকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনের একটি ট্র্যাকশন মোটর ভেঙে পড়েছিল। তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাকশন মোটরের ভূমিকা হল এটি ইঞ্জিনের চাকাকে রেল লাইনে ধরে রাখতে ও চাকাকে ঘোরাতে সাহায্য করে। 

Guwahati-Bikaner Express Derailed: আর্থিক সাহায্যের ঘোষণা রেলমন্ত্রীর

দুর্ঘটনাস্থলে গিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা রেলমন্ত্রীর

West Bengal Train Accident Live: ঝাঁকুনি অনুভব করেন, এমার্জেন্সি ব্রেক কষেন, জানালেন লোকো পাইলট

ঝাঁকুনি অনুভব করেন। এমার্জেন্সি ব্রেক কষেন। গাড়ি ৯৫ থেকে ১০০ কিমি গতিতে চলছিল। এমনই জানিয়েছেন লোকো পাইলট।

Guwahati-Bikaner Express Derailed: দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রলিতে চেপে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী

দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রলিতে চেপে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খুঁজতেই এসেছেন। প্রধানমন্ত্রীও এই ঘটনায় উদ্বিগ্ন। প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন তিনি। 

West Bengal Train Accident Live: ময়নাগুড়িতে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা ছিল, প্রাথমিক তদন্তে উঠে এল তথ্য

ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে? আপ বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইঞ্জিনের যে সমস্যা ছিল প্রাথমিক তদন্তে তা স্পষ্ট হয়েছে।  
এই ইঞ্জিন ছিল ওয়াপ ফোর ক্যাটিগরির। এতে চারটি করে ট্র্যাকশন মোটর থাকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনের একটি ট্র্যাকশন মোটর ভেঙে পড়েছিল। তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাকশন মোটরের ভূমিকা হল এটি ইঞ্জিনের চাকাকে রেল লাইনে ধরে রাখতে ও চাকাকে ঘোরাতে সাহায্য করে।

Guwahati-Bikaner Express Derailed: দুর্ঘটনাগ্রস্ত কোচগুলিতে যাত্রী সংখ্যা ছিল ৫৭৫

রেল সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে ট্রেনে মোট ১ হাজার ৫৩ জন যাত্রী ছিলেন। আর দুর্ঘটনাগ্রস্ত কোচগুলিতে যাত্রী সংখ্যা ছিল ৫৭৫। 

West Bengal Train Accident Live: ময়নাগুড়িতে রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮টি কামরা সরানোর কাজ চলছে

জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ৩৬ জনের। রাত তিনটে নাগাদ বিকানের এক্সপ্রেসের S10 কামরা থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে, উদ্ধারকাজ শেষ, এখন লাইন পরিষ্কারের কাজ চলছে। কুয়াশার মধ্যেই রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮টি কামরা সরানোর কাজ চলছে। ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক ক্রেন

Guwahati-Bikaner Express Derailed: ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্ত দাবি রূপা গঙ্গোপাধ্যায়ের

ময়নাগুড়ির দোমহনিতে আপ বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির রাজ্যসভার সাংসদ ফেসবুকে লিখেছেন, ট্রেন কি নিজে নিজেই ডিরেল হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই, নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা।

West Bengal Train Accident Live: দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার

দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এখনও পর্যন্ত ৪০টির বেশি বাসে করে একশোর উপর ট্রেনযাত্রীকে কোচবিহার ও ধূপগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকেই ট্রেন যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেন।

Guwahati-Bikaner Express Derailed: দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ চলছে, ময়নাগুড়িতে জানালেন রেলমন্ত্রী

ঘটনাস্থলে এসে রেলমন্ত্রী বলেছেন, খুবই মর্মান্তিক দুর্ঘটনা। উদ্ধার কাজ শেষ হয়েছে। এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।  এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি এড়াতেই প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রধানমন্ত্রী পুরো ঘটনার খোঁজখবর রাখছেন। আমি তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।

West Bengal Train Accident Live: ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আহত হয়েছেন ৩৬ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। রাত তিনটে নাগাদ বিকানের এক্সপ্রেসের S10 কামরা থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে, উদ্ধারকাজ শেষ, এখন লাইন পরিষ্কারের কাজ চলছে। কুয়াশার মধ্যেই রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮টি কামরা সরানোর কাজ চলছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ সকালে দুর্ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা।

Guwahati-Bikaner Express Derailed: উৎকন্ঠায় পরিজনরা

জলপাইগুড়ি সদর হাসপাতালেও ভিড় করেছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেন যাত্রীদের পরিজনদের অনেকে। আহতদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন পরিজনরা। আবার কেউ কেউ কোনও খোঁজখবর না পেয়ে রয়েছেন উৎকণ্ঠায়।

West Bengal Train Accident Live: ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯, আহত ৩৬ জন

জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। আহত হয়েছেন ৩৬ জন।

Guwahati-Bikaner Express Derailed: ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা, বেঁকে গেছে রেললাইনের একাংশ, নেপথ্যে গাফিলতি না, নাশকতা?

ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বেঁকে গেছে রেললাইনের একাংশ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ। কেন দুর্ঘটনায় পড়ল বিকানের এক্সপ্রেস? কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার নেপথ্যে গাফিলতি না, নাশকতা? খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। আজই দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা রেলের সেফটি কমিশনারের

West Bengal Train Accident Live: উদ্ধারকাজ শেষ, লাইন পরিষ্কারের কাজ চলছে

উদ্ধারকাজ শেষ, এখন লাইন পরিষ্কারের কাজ চলছে। কুয়াশার মধ্যেই রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮টি কামরা সরানোর কাজ চলছে। আজ সকালে দুর্ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আজই দুর্ঘটনাস্থলে পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Guwahati-Bikaner Express Derailed: জলপাইগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮

জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আহত হয়েছেন ৪২ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। রাত তিনটে নাগাদ বিকানের এক্সপ্রেসের S10 কামরা থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে, উদ্ধারকাজ শেষ, এখন লাইন পরিষ্কারের কাজ চলছে। কুয়াশার মধ্যেই রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮টি কামরা সরানোর কাজ চলছে। 

West Bengal Train Accident Live: এখনও ট্রেনের ২টি কামরায় যাত্রীদের আটকে থাকার আশঙ্কা

বেলাইন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। এখনও ট্রেনের ২টি কামরায় যাত্রীদের আটকে থাকার আশঙ্কা। 

Guwahati-Bikaner Express Derailed: ময়নাগুড়ির দুর্ঘটনা ফিরিয়ে আনল রেল দুর্ঘটনার যন্ত্রণার স্মৃতি

ময়নাগুড়ির দুর্ঘটনা ফিরিয়ে আনল রেল দুর্ঘটনার যন্ত্রণার স্মৃতি

West Bengal Train Accident Live: ময়নাগুড়িতে দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সাহায্য ঘোষণা রেলের

ময়নাগুড়িতে দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সাহায্য ঘোষণা রেলের

Guwahati-Bikaner Express Derailed: আজ রাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছতে পারেন রেলমন্ত্রী

আজ রাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছতে পারেন রেলমন্ত্রী। সেখান থেকে যাবেন দুর্ঘটনাস্থলে। 

West Bengal Train Accident Live: উদ্ধারকাজের জন্য ২০০ জন বিএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছেছে

উদ্ধারকাজের জন্য ২০০ জন বিএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছেছে। 

Guwahati-Bikaner Express Derailed: দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রাজধানী এক্সপ্রেসের প্রাক্তন চালকের

দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রাজধানী এক্সপ্রেসের প্রাক্তন চালকের

West Bengal Train Accident Live: উত্তরবঙ্গে বেলাইন বিকানের এক্সপ্রেস, রাতভর উদ্ধারকাজ চলবে বলে রেল সূত্রে খবর

উত্তরবঙ্গে বেলাইন বিকানের এক্সপ্রেস। অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। রাতভর উদ্ধারকাজ চলবে বলে রেল সূত্রে খবর। 

Guwahati-Bikaner Express Derailed: আহতদের জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

আহতদের জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

West Bengal Train Accident Live: আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রেল

আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রেল

Guwahati-Bikaner Express Derailed: বিকানের ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী

বিকানের ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী

West Bengal Train Accident Live: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে, চালু হেল্পলাইন নম্বর

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে। চালু হেল্পলাইন নম্বর। 

Guwahati-Bikaner Express Derailed: দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের কামরাগুলি ছিল ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি পুরনো কোচ

দুর্ঘটনাগ্রস্ত বিকানের এক্সপ্রেসের কামরাগুলি ছিল ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি পুরনো কোচ। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে LHB কামরা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কম হতে পারত।

West Bengal Train Accident Live: উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু ৬ জনের

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু ৬ জনের, উদ্ধার করা হয়েছে ৫০ জনকে। 

Guwahati-Bikaner Express Derailed: আহত অবস্থায় একটি বগিতে আটকে বেশ কয়েকজন যাত্রী

আহত অবস্থায় একটি বগিতে আটকে বেশ কয়েকজন যাত্রী

West Bengal Train Accident Live: বীরভূমের কোপাই স্টেশনের কাছে আটকে রয়েছে গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেস

বীরভূমের কোপাই স্টেশনের কাছে আটকে রয়েছে গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেস

Guwahati-Bikaner Express Derailed: সবাইকে উদ্ধার করাই আমাদের প্রাথমিক লক্ষ্য : রেলমন্ত্রী

সবাইকে উদ্ধার করাই আমাদের প্রাথমিক লক্ষ্য : রেলমন্ত্রী

West Bengal Train Accident Live: মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের

ক্ষতিপূরণের ঘোষণা রেলের। মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

Guwahati-Bikaner Express Derailed: ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিয়েছি, ট্যুইট রেলমন্ত্রীর

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিয়েছি, ট্যুইট রেলমন্ত্রীর 

West Bengal Train Accident Live: ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত, ট্যুইট মুখ্যমন্ত্রীর

ট্রেন দুর্ঘটনার পরপরই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। রাজ্য সরকারের আধিকারিকরা, জেলাশাসক, পুলিশ সুপার, উত্তরবঙ্গের আইজি পরিস্থিতি ও উদ্ধারকাজের নজর রাখছেন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। 

Guwahati-Bikaner Express Derailed: দুর্ঘটনাস্থলে NDRF-এর দুটি দল মোতায়েন করা হয়েছে উদ্ধারকাজের জন্য

দুর্ঘটনাস্থলে NDRF-এর দুটি দল মোতায়েন করা হয়েছে উদ্ধারকাজের জন্য। 

West Bengal Train Accident Live: কীভাবে দুর্ঘটনা? উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের

কীভাবে দুর্ঘটনা? উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের

Guwahati-Bikaner Express Derailed: বিকানের ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী, খবর রেল সূত্রে

বিকানের ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী, খবর রেল সূত্রে 

West Bengal Train Accident Live: ট্রেন দুর্ঘটনায় ৩জনের মৃত্যু, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক

ট্রেন দুর্ঘটনায় ৩জনের মৃত্যু, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক

Guwahati-Bikaner Express Derailed: মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

West Bengal Train Accident Live: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। 

প্রেক্ষাপট

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস (Bikaner Express)। ট্রেন দুর্ঘটনায় ৩জনের মৃত্যু, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি (Patna-Guwahati) বিকানের এক্সপ্রেস। বিকেল ৫: বেলাইন ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী: সূত্র। আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.