Covid19 Test: 'ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ডায়মন্ড ছক তৃণমূলের,’ কটাক্ষ শমীকের

Shameek Bhattcharya: "ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। পরিকল্পিতভাবে ডায়মন্ড ছককে সামনে আনা হয়েছে।'' মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্রের।

Continues below advertisement

কলকাতা: "ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ডায়মন্ড ছক তৃণমূলের (TMC)। বাংলার মানুষকে বঞ্চিত করে শুধু ডায়মন্ড হারবার (Diamond Harbor) নিয়ে হইচই কেন?'' কটাক্ষ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের। এদিন তিনি বলেন, "ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। পরিকল্পিতভাবে ডায়মন্ড ছককে সামনে আনা হয়েছে। সব কিছু চাপিয়ে দেওয়ার রাজনীতি করছে তৃণমূল।'' একইসঙ্গে ডক্টর অন হুইল’ কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি। 

Continues below advertisement

করোনা সংক্রমণ রুখতে নিজের নির্বাচনী এলাকাকে কড়া বিধির বাঁধনে বেঁধেছিলেন আগেই। আর এরপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একদিনে করা হল ৫৩ হাজারের বেশি টেস্ট করা হয়। যার মধ্যে পজিটিভ হওয়ার সংখ্যা সাড়ে এগারোশোর কিছু বেশি। লোকসভা কেন্দ্রে পজিটিভিটি রেট কমে দাঁড়ায় ২.১৬ শতাংশে। 

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সংক্রমণ কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। কোভিড টেস্টের সংখ্যা বাড়ানো, গ্রাম পঞ্চায়েতগুলিতে কন্ট্রোল রুম খোলা, কড়া কোভিডবিধি জারির মতো পদক্ষেপের ফলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডায়মন্ডহারবারের পজিটিভিটি রেট ২২ শতাংশ থেকে নেমে আসে ১০ শতাংশের কাছে।

এরপর বুধবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে একদিনে ৩০ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়।  সকালে ট্যুইট করে সেকথা ঘোষণা করেন, স্থানীয় তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো গতকাল সকাল থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র এলাকায় শুরু হয় করোনা পরীক্ষা। ২৩টি টেস্টিং অন হুইল বা করোনা পরীক্ষার ভ্রাম্যমান গাড়ি, ২৬০টি করোনা পরীক্ষা কেন্দ্র, ৩০টি টেস্টিং কিয়স্ক থেকে মোট ৫৩ হাজার ২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট আসে ১ হাজার ১৫১ জনের। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মডেলকে কটাক্ষ করছে বিরোধীরা। গত কালই শমীক ভট্টাচার্য বলেন, “একদিকে অন্ধকার হয়ে থাকবে, এটা লজ্জা। গরু মেরে জুতো দান হচ্ছে।’’ তথ্য গোপনের অভিযোগ বামেদের। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “রাজ্যের থেকে ডায়মন্ডহারবার ব্যাতিক্রম হল কী করে? তথ্য গোপন করা হচ্ছে।’’

 আরও পড়ুন: Municipal Election 2022 : "রাজ্য অবস্থান পরিষ্কার করুক তারা নির্বাচন চায় কি চায় না", পুরভোট পিছানো মামলায় মন্তব্য প্রধান বিচারপতির

Continues below advertisement
Sponsored Links by Taboola