সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপির দুই বিধায়ক। আগে অভিযোগ প্রমাণ হোক, পাল্টা দাবি তৃণমূলের। মন্তব্য এড়িয়েছেন উপাচার্য।


পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ: বিশ্ববিদ্যালয়ের জমি-দুর্নীতি, এসএসসি নিয়োগ-দুর্নীতি, একাধিক অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদত্যাগ চাইল বিজেপি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। এসএসসি’র নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্ট নিযুক্ত কমিটির রিপোর্টে নাম রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর। বিজেপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ারও চক্রান্ত করছেন উপাচার্য। এই অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে সরব গেরুয়া শিবির।


মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, “সুবীরেশ ভট্টাচার্য এসএসসি দুর্নীতিতে জড়িত।বাগের রিপোর্টে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে। কত লোকের চাকরির অধিকার কেড়ে নিয়েছে। যতক্ষণ না ক্লিনচিট পায় ততদিন পদ থেকে সরানো হোক। আন্দোলন চলবে’’ বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। শিলিগুড়ির মেয়র তথা তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য গৌতম দেব বলেন, “কতদূর পড়াশোনা করেছে এরা। প্রাক্তন বিচারপতি হাইকোর্টে রিপোর্ট দিয়েছেন। আদালতে আগে পর্যালোচনা হোক। এখনই ব্যবস্থা নেওয়া যায় না।অপেক্ষা করতে হবে। জমি দুর্নীতির কথা জানা নেই।’’ এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে ঘণ্টাদুয়েক ধরে চলে বিজেপির বিক্ষোভ। উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।


আরও পড়ুন: SSC: 'শিক্ষাপ্রতিমন্ত্রীর মেয়ে বলেই চাকরি, দুর্নীতিতে প্রশয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী', চাকরি কেলেঙ্কারি নিয়ে সরব সুজন