সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরবঙ্গে শীতের কাঁপুনি অব্যাহত। ঠান্ডায় কাঁপছে পার্বত্য উত্তরবঙ্গ। সিকিমে চলছে বৃষ্টি ও রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। আর তার জেরে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় পারদ নামবে হু হু করে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংএর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আর তার জেরে ঠান্ডার অনুভূতি তীব্র হবে। উত্তরবঙ্গের বাকি জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। পাহাড়ি পথে কুয়াশা থাকবে ঘন। গাড়ির চালকদের বেশি সতর্ক হতে বলা হচ্ছে। বেশি কুয়াশা হবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘনকুয়াশার সতর্কতা রয়েছে । দার্জিলিংয়ের সমতল এলাকা শিলিগুড়িতে ও কুয়াশার দাপট থাকতে পারে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
-
- দেখে নেওয়া যাক মৌসম ভবন কী জানাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার আবহাওয়া নিয়ে।
আবহাওয়ার টেবিল মৌসম ভবনের সাইট থেকে
Date: 2024-01-26 Station Max Temp (oC) Dep. from Normal Min Temp (oC) Dep. from Normal RH at 0830IST RH at 1730IST Rainfall (mm) Coochbehar 22.0 (25/01) -1 5.1 -4 97 78 (25/01) NIL Darjeeling 10.8 (25/01) -1 2.2 1 83 70 (25/01) NIL Jalpaiguri 18.4 (25/01) -5 6.9 -4 100 85 (25/01) NIL Kalimpong 12.5 (25/01) -6 7.8 -1 71 65 (25/01) NIL Malda 17.6 (25/01) -7 9.0 -4 97 75 (25/01) NIL RATUA 19.7 (25/01) -- 7.8 -- 100 99 (25/01) NIL Siliguri 20.4 (25/01) -- 4.6 -- 100 82 (25/01) NIL
উত্তরবঙ্গে আবহাওয়াভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
বাংলার আবহাওয়ার মতিগতি কী
মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা মঙ্গলবার থেকে বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। -
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:
'নিজের জন্য কারও কাছ থেকে কিচ্ছু চাইনি', পদ্মভূষণ পেয়ে বললেন মিঠুন
- দেখে নেওয়া যাক মৌসম ভবন কী জানাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার আবহাওয়া নিয়ে।