দার্জিলিং: উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শৈলশহরের তাপমাত্রা। কালিম্পংয়ের তাপমাত্রাও কমেছে দ্রুত।             

  

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 45%
    বাতাস: 5 কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 45%
    বাতাস: 3 কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 41%
    বাতাস: 5 কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 41%
    বাতাস: 8 কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 50%
    বাতাস: 10 কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 55%
    বাতাস: 3 কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 55%
    বাতাস: 3 কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 56%
    বাতাস: 11 কিমি/ঘণ্টা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।      

আবহাওয়ার আপডেট: বছর শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। কাল থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। জাঁকিয়ে ঠান্ডা পড়ার বদলে এবার উষ্ণ হবে বড়দিন। তবে তার আগে পশ্চিমাঞ্চলে দাপিয়ে ব্যাটিং করছে শীত। পারদ-পতনে পাহাড়ের সঙ্গে টক্কর দিচ্ছে জঙ্গল মহল। কালিম্পঙকে পিছনে ফেলে দার্জিলিঙের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া। শৈলশহরের তাপমাত্রা ৭.৬, আর পুরুলিয়ায় পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। কালিম্পং ৯.৫, বাগডোগরা ৯.৮। কোচবিহার ১০.১, বাঁকুড়া ১০.৭, শ্রীনিকেতন ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার সঙ্গে বাড়বে তাপমাত্রা। 
 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।