দার্জিলিং : উত্তরবঙ্গে  নতুন বছরের শুরুতে হালকা তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস ।  সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে  বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। 

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৮%
    বাতাস: 5 কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭১ %
    বাতাস: 3 কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৬%
    বাতাস: 5 কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 41%
    বাতাস: 8 কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৮১%
    বাতাস: 10 কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 55%
    বাতাস: 3 কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 55%
    বাতাস: 3 কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: 56%
    বাতাস: 11 কিমি/ঘণ্টা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   
 
 
আবহাওয়ার আপডেট:

 বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের ( Winter ) সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। কলকাতায় শনিবার সকালের তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরে বাড়ছে পুবালি হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। দক্ষিণবঙ্গে সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা।