পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। কলকাতায় দুই রাতে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলো। রাজ্য জুড়েই কমছে তাপমাত্রা। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সিকিমে বৃষ্টির পাশাপাশি বরফ পড়তে পারে।                                            

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ  
  • জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং  বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 43%
    বাতাস: 6 কিমি/ঘন্টা
    জলপাইগুড়ি  বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 55%
    বাতাস: 3 কিমি/ঘন্টা
    কালিম্পং বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 38%
    বাতাস: 6 কিমি/ঘন্টা
    আলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 56%
    বাতাস: 5 কিমি/ঘন্টা

    কোচবিহার

    বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 56%
    বাতাস: 5 কিমি/ঘন্টা
    উত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 57%
    বাতাস: 13 কিমি/ঘন্টা
    দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 56%
    বাতাস: 10 কিমি/ঘন্টা
    মালদা বৃষ্টিপাত: 0%
    আর্দ্রতা: 61%
    বাতাস: 10 কিমি/ঘন্টা
    •  
      পৌষ সংক্রান্তির আগে শীতে জবুথবু বাংলা। পারদ-পতনে গ্যাংটককে হারিয়ে দিয়েছে পুরুলিয়া, বীরভূম। গ্যাংটকে তাপমাত্রা যেখানে ৭.৭, সেখানে দার্জিলিঙকে চ্যালেঞ্জ জানিয়ে পুরুলিয়ায় পারদ নেমেছে ৭.১-এ। শ্রীনিকেতন ৭.৪। দার্জিলিঙের তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় কলকাতায় ৫ ডিগ্রি নেমেছে পারদ। এখানে আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। 
       
      উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   

      আরও পড়ুন,

      শীতে জবুথবু দক্ষিণবঙ্গ, পারদ-পতনে গ্যাংটককে হারাল পুরুলিয়া, বীরভূম

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে