সনৎ ঝা, দার্জিলিং: লাগাতার বৃষ্টির (Incessant Rain) জেরে পরিস্থিতি ও কত পরিমাণ জল ছাড়া হচ্ছে তা নিয়ে কোনও তথ্য দিচ্ছে না ভুটান সরকার (Bhutan Government)। বার বার জানানো সত্ত্বেও কেন্দ্রেরও কোনও সদুত্তর মিলছে না। অভিযোগ সেচমন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmick)। রাজ্য় সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল না, পাল্টা আক্রমণ করেছে বিজেপি।


কী বলছেন সেচমন্ত্রী?
বানভাসি উত্তরবঙ্গ। অতি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কিছু এলাকায়। পরিস্থিতি পর্যালোচনায় সোমবার শিলিগুড়ির উত্তরকন্য়ায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। জেলা প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে পরিস্থিতির খোঁজ নেন তিনি। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠকও করেন। সেচমন্ত্রীর অভিযোগ বৃষ্টির পরিমাণ ও কত জল ছাড়া হচ্ছে তা নিয়ে প্রতিবেশী ভুটান কোনও তথ্যই দিচ্ছে না। এনিয়ে কেন্দ্রের ভূমিকা সদর্থক নয় বলেও অভিযোগ তাঁর। পার্থর কথায়, 'ভুটানের জলটা পুরোটা আলিপুরদুয়ারের উপরে এসে পড়ে। আমাদের আধিকারিকেরা বারং বার কথা বলে কোনওরকম কোনও সুরাহা পাচ্ছি না। মুখ্যমন্ত্রী বার বার কেন্দ্রীয় সরকারকে বিষয়টা জানিয়েছেন। কিন্তু, কেন্দ্রের কোনও সদুত্তর পাইনি। একটা যৌথ বৈঠকের বিষয়েও কোনও বার্তা পাইনি। ভুটান কোনও তথ্যই আমাদের দিচ্ছে না।'


আক্রমণ বিজেপি বিধায়কের...
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'উত্তরবঙ্গের বন্য়া পরিস্থিতি মোকাবিলা ব্য়র্থ হয়ে বরা বরের মতো তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার ক্ষমতায় আসার আগে ম্য়ান মেড বন্য়া বলত। এখন ক্ষমতায় এসে নিজেদের ব্য়র্থতা আড়াল করতে গিয়ে কেন্দ্রের সরকারের ও ভুটান সরকারকে দোষারোপ করতে শুরু করেছে। রাজ্য়ের সরকার যে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত নয়, সেটা উত্তরবঙ্গের বন্য়া পরিস্থিতি আরও একবার দেখিয়ে দিল।' ভাসছে উত্তরবঙ্গ। পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, অন্য দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রাও বাড়তে থাকবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


আরও পড়ুন:অমানবিক ! রাস্তায় নাচতে না চাওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে 'কটূক্তি, মারধর'