সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: কোচবিহার, জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জে নবজোয়ারে বিশৃঙ্খলা। অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের মধ্যেই কাড়াকাড়ি। 


এর আগে কোচবিহারের সাহেবগঞ্জ, জলপাইগুড়ির রাজগঞ্জ, উত্তর দিনাজপুরের করণদিঘিতে একইরকম ছবি ধরা পড়েছিল। 


রাজ্য সফরে অভিষেক:
উত্তর দিনাজপুরে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করণদিঘি, রায়গঞ্জ ও ইটাহারে পরপর জনসভা। এদিন ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ‍র‍্যালি হয়। গাড়ির ছাদে উঠে প্রচারে অভিষেক। 'ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে। যতই হেনস্থা করুক, মাথা নত করব না', হুঁশিয়ারি অভিষেকের। গ্রামোন্নয়ন মন্ত্রকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ, হুঁশিয়ারি অভিষেকের।

খরচ নিয়ে খোঁচা শুভেন্দুর:
'তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার জন্য কোষাগারে কতটাকা জমা পড়েছে? তৃণমূল পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহার করছে', জবাব চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি শুভেন্দু অধিকারীর। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ বিরোধী দলনেতার।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)