PM Kisan: আজ মোদি সরকারের অষ্টম বছর উপলক্ষে পিএম কিষাণ নিধির টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী। 10 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 21,000 কোটি টাকা পাঠাবেন নরেন্দ্র মোদি। আপনার অ্যাকাউন্টে টাকা এল কিনা দেখে নিন এইভাবে।


PM Kisan Samman Nidhi: টাকা না এলে প্রথমে কী করবেন ?


যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করুন। কৃষকরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেকারণেই হেল্পলাইন নম্বর দিয়েছে সরকার। এগুলি হল -155261 ও 011-24300606 ।


PM Kisan: এইভাবে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের অবস্থা দেখুন


আপনাকে প্রথমে পিএম কিষাণের অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in- এ যেতে হবে।


এতে হোম পেজে আপনি ফারমার্স কর্নারের অপশন পাবেন।


এতে ক্লিক করুন ও এর ভিতরে আপনাকে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করতে হবে।
এবার ড্রপ ডাউন-এ ক্লিক করুন।


এখন এর মধ্যে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক ও গ্রাম নির্বাচন করুন।


এরপর আপনাকে Get Report-এ ক্লিক করতে হবে।


PM Kisan Samman Nidhi: একসঙ্গে ৪ হাজার টাকা পাবেন এঁরা 
দশম কিস্তি থেকে বঞ্চিত কৃষকরা 11 তম কিস্তিতে টাকাও পাবেন।যেসব কৃষক দশম কিস্তির টাকা পাননি তারা একসঙ্গে দশম ও একাদশ কিস্তির টাকা পাবেন। এর জন্য আগে থেকে রেজিস্টার করা থাকলেই এই সুবিধা পাবেন তাঁরা।


PM Kisan: পিএম কিষাণ যোজনা কী ?
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর 6,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতি বছর তিনটি সমান কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তর করা হয়। এই কিস্তিগুলি প্রতি চার মাস অন্তর পাঠায় সরকার। অর্থাৎ বছরে তিনবার, 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকার এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠায়।


আরও পড়ুন : PM Kisan: আজ পাবেন ২০০০ টাকা, ১০ কোটি অ্যাকাউন্টে আসবে ২১,০০০ কোটি টাকা