সুদীপ চক্রবর্তী, চোপড়া, উত্তর দিনাজপুর: ফের পুলিশকে (Police) নিশানা শাসক দলের বিধায়কের। প্রকাশ্য সভা থেকে হুমকি চোপড়ার রামগঞ্জ ফাঁড়ির ওসিকে। হুমকি দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। দলের একটি সভা ছিল ওই এলাকায়। বুধবার উত্তর দিনাজপুরে রামগঞ্জে ওই কর্মিসভায় (Meeting) উপস্থিত ছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক (MLA) হামিদুল ইসলাম। সেখানে ভাষণ দিতে গিয়েই রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসিকে বেঁধে রাখার হুমকি দেন তিনি। 


কী বলেছেন বিধায়ক:
মঞ্চের ভাষণ দেওয়ার সময় চোপড়ার তৃণমূল (TMC) বিধায়ক হামিদুল রহমান বলেন, 'না শোধরালে ফাঁড়িতে বেঁধে রাখব, তালা মেরে রাখব।' বিধায়ক আরও বলেন, 'এর পরেও যদি এই ধরনের কোনও কার্যকলাপ থেকে না শোধরায়, তা আমরা চারটে অঞ্চল মিলে রামগঞ্জ ফাঁড়িতে ওকে আমরা বেঁধে রাখব। একটা ঘরের মধ্যে তালা মেরে রাখব।' বিধায়কের হুঁশিয়ারি,'পুলিশের সঙ্গে বন্ধুত্ব রাখব। যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে। আর যদি দালালি করতে চায়, সেই দালালকে এখানকার পাবলিক বার করে দিতে এক সেকেন্ডও সময় নেবে না।' শুধু পুলিশই নয়, এদিনের ভাষণে বিধায়কের নিশানায় ছিলেন দলীয় নেতৃত্বের একাংশও। দলের নেতাদের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ করেন বিধায়ক।


বিরোধীদের কটাক্ষ:
ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। বিষয়টির কড়া সমালোচনা করেছেন স্থানীয় বিরোধী নেতারা। 


এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও দিয়েছেন পুলিশকে বোমা মারার হুমকি। কখনও পুলিশকে ঘড়ি ধরে বেঁধে দিয়েছেন সময়। আরও নানা জায়গায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠল তৃণমূলেরই এক বিধায়কের বিরুদ্ধে। রামপুরহাট, ঝালদা বিভিন্ন ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তপ্ত। তার মধ্যেই এবার খোলা মঞ্চ থেকে পুলিশকে হুমকি। 


আরও পড়ুন: 'বাংলায় গেলে প্রাণ চলে যাবে', রাজ্যসভায় বিস্ফোরক শাহ