ইসলামপুর: হরিয়ানায় পানিপথে 'সিলিন্ডার ফেটে' শেষ ইসলামপুরের (Islampur) পরিবার। বাড়িতে 'সিলিন্ডার বিস্ফোরণ', স্বামী-স্ত্রী-৪ সন্তান-সহ গোটা পরিবার শেষ। কার্পেট কারখানায় কাজের জন্য ২ বছর আগে পানিপথ গিয়েছিলেন মহম্মদ করিম। 'গতকাল রাতে ইসলামপুরে পরিবারের সঙ্গে শেষবার কথা, সকালে বিস্ফোরণের খবর'। সকালে সিলিন্ডার ফেটে বিস্ফোরণের খবর আসে, দাবি পরিবারের।
বাড়িতে 'সিলিন্ডার বিস্ফোরণ': সাত সকালে পানিপথ থেকে এসেছিল ফোনটা। সিলিন্ডার বিস্ফোরণে শেষ হয়ে গিয়েছে গোটা পরিবার। তারপরই পরিবারে কান্নার রোল, এলাকায় শোকের ছায়া। পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি। ভিনরাজ্যে কাজে যাওয়া এ রাজ্যের শ্রমিক পরিবারের মৃত্যু। সূত্রের খবর, মৃত্যু হয়েছে মহম্মদ করিম (৪০), করিমের স্ত্রী আফরোজা বিবি (৩৫),তাঁদের দুই মেয়ে এবং দুই ছেলের।
শোকের ছায়া ইসলামপুরের গ্রামে: মৃতদের বাড়ি ইসলামপুর থানার গাইসাল গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বছর ২ আগে পানিপথে কার্পেট কারখানায় কাজে যোগ দেন মহম্মদ করিম। সেখানে একটি ভাড়া ঘরে স্ত্রী ও চার ছেলে-মেয়েকে নিতে থাকতেন। বৃহস্পতিবার সকালে পানিপথ থেকে এক ব্যক্তি ফোন করে জানান, সকালের খাবার তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছে গোটা পরিবার। খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, রাজ্য কাজ নেই তাই ভিন রাজ্যে গিয়ে প্রাণ হারাচ্ছেন এ রাজ্যের শ্রমিক। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
এর আগে গত বছর ১৭ এপ্রিল কর্ণাটকের ম্যাঙ্গালোরে কাজে যাওয়া উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পাঁচ শ্রমিকের মৃত্যু হয় বিষাক্ত গ্যাসে। গত বছর ১৮ মার্চ কেরলে কাজে গিয়ে মাটি ধসে মৃত্যু হয় এরাজ্যের চার পরিযায়ী শ্রমিকের। মৃতদের মধ্যে তিনজন ছিলেন অশোকনগরের বাসিন্দা, একজন হরিণঘাটার। এবার হরিয়ানায় গিয়ে মৃত্যু হল ইসলামপুরের শ্রমিক পরিবারের। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি রাজ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
আরও পড়ুন: Bankura News: হাতির হানায় বাড়ছে মৃত্যু, উত্তরবঙ্গে পাঠানোর তোড়জোড় বন দফতরের