সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : এবার নার্সিংহোমে চিকিতসাধীন শিশুর মায়ের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল নার্সিংহোমেরই কর্মীর বিরুদ্ধে। এরই সঙ্গে ঘটনার বিষয়ে অবিযোগ জানাতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার পরিজনেরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে। 


আরও পড়ুন - Weather Updates: উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া, শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই গৃহবধূ দাবি করেছেন যে, কিছুদিন আগে তাঁর ছোট্ট শিশু সন্তানকে গায়গঞ্জ মেডিক্যালের পাশেরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। স্বাভাবিকভাবে শিশুর সঙ্গে তার মাও নার্সিংহোমে ছিলেন। বৃহস্পতিবার রাতে নার্সিংহোমের এক কর্মী আচমকাই ঘরে ঢুকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। সেই সময়ে চিতকার করে ওঠার পরই ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। ঘটনা সম্পর্কে নার্সিংহোম কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানাতে গেলে তারাও দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেছেন মহিলার পরিজনরা। যদিও এই অভিযোগে উড়িয়ে দিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় যে, বিল মেটানোর সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। দশমীর রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় রায়গঞ্জে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আরও পড়ুন - North Dinajpur: তৃণমূল নেতাকে মাথায় গুলি করে 'খুন' ইসলামপুরে, কাঠগড়ায় CPM | Bangla News


শুক্রবার দফায় দফায় কর্তৃপক্ষের কাছে সুরাহা চাইতে এলেও বিফল হয়েই ওই রাতে নার্সিংহোমের সামনে জড়ো হয়ে ক্ষোভ উগড়ে দেন মহিলার পরিজনেরা। অভিযুক্ত কর্মীকে সরিয়ে দেওয়া এবং তার বিরুদ্ধে ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোগীর পরিবারের লোকেরা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ সমস্ত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে। পুলিশ তদন্ত করলেই সবটা প্রকাশ হয়ে যাবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারাও।


আরও পড়ুন - North Dinajpur:ইসলামপুরে পঞ্চায়েত অফিসে তালা তৃণমূল সদস্যার! আন্দোলনের হুঁশিয়ার বিজেপির