সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন তৃণমূল সদস্যা। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। সরকারি অফিসে তালা মারাকে কেন্দ্র করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল সদস্যা। 


কোনও জন প্রতিনিধি এভাবে সরকারি অফিসে তালা লাগাতে পারেন? এই প্রশ্ন ঘিরেই মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। আচমকাই পঞ্চায়েত অফিসে এসে সকলকে বের করে দিয়ে গেটে তালা মেরে দেন ৮ আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একমাত্র প্রতিনিধি রিঙ্কু দাস।  


তাঁর অভিযোগ,বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে দুর্নীতি চলছে। পঞ্চায়েত প্রতিনিধিরাও অনিয়মিত বলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রিঙ্কু দাস বলেছেন, পঞ্চায়েত সদস্যরা আসেন না...মানুষ পরিষেবা পাচ্ছে না...পঞ্চায়েতের হিসেব চাওয়া হচ্ছে ৩ বছর ধরে,আজ পর্যন্ত দেয়নি।দুর্নীতি চলছে।


ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা ও প্রধান জ্যোর্তিময় মণ্ডল পাল্টা বলেছেন, মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তৃণমূল সদস্যার স্বামী মত্ত অবস্থায় এসে মাঝেমধ্যেই গন্ডগোল পাকান...সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি।


Weather Update: অষ্টমী থেকে দশমী কি ভাসবে কলকাতা! দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস


প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরকারি অফিস তালাবন্ধ করে দেওয়ার ঘটনায়, আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি। উত্তর দিনাজপুর বিজেপি জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেছেন, পঞ্চায়েত অফিসে তালা মারা বেআইনি...বিচার না পেলে বৃহত্তর আন্দোলন করব।


South 24 Paraganas Gosaba BY-Poll:ভোটের আগেই হার ‘স্বীকার’ গোসাবার আরএসপি প্রার্থীর! মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, দাবি দলীয় নেতৃত্বর


উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, তৃণমূল সদস্যার কাছে জানতে চাইব...সরকারি অফিসে তালা মারা  হল কেন। এটা বেআইনি...প্রশাসন তদন্ত করবে।


ঘণ্টাদুয়েক পর বিডিও-র নির্দেশে তালা ভাঙেন পঞ্চায়েত অফিসের কর্মীরা।