উত্তর দিনাজপুর: রাজ্যে কিছুদিন আগেই তিলজলাকাণ্ডে উত্তাল হয়েছিল দক্ষিণ কলকাতা (South Kolkata)। আর তারপর মাস ঘুরতে না ঘুরতেই ফের মর্মান্তিক ঘটনার সামনে দাঁড়াল রাজ্য (WB Govt)। যদিও অতীতে আরও হাঁসখালি, শান্তিনিকেতন-উত্তর কলকাতা- সহ আরও একাধিক জায়গায় এমন ভয়াবহ ঘটনার উদাহরণ রয়েছে। তবে সদ্য ঘটা তিলজলাকাণ্ডে (Tiljala Murder Case) পরপরই এবার উত্তর দিনাজপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল (Kaliaganj Minor Physical Assault and Murder Case)। যার জেরে স্বাভাবিকভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা ঘিরে ইতিমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sukanta Majumdar and Suvendu Adhikari)।  


কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতার। অপরদিকে, ট্যুইটে সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি ধিক্কার দিয়ে বলেন, 'আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন। ছিঃ!' পাশাপাশি বঙ্গ বিজেপির তরফে ট্যুইটারে তিনি আরও বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসন নির্বিকার। অপরাধীদের গ্রেফতার করার পরিবর্তে প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাচিচার্জ করছে পুলিশ।  


নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। দোষীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য় সড়ক। মৃতদেহ নিয়ে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য় করে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্য়াসের সেল। চলে ধরপাকড়। রাস্তা অবরোধ, আগুন জ্বেলে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা পুলিশের লাঠিচার্জ। সব মিলিয়ে হুলুস্থুল পরিস্থিতি। এলাকা নিয়ন্ত্রণে আনতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে, শুক্রবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।


আরও পড়ুন, 'অযোগ্যদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন', জীবনকৃষ্ণকে আরও ৫ দিনের হেফাজতে চাইল CBI


স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল এক নাবালিকা। শুক্রবার সকালে একটি পুকুরে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত নাবালিকা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই অভিযোগ তুলে, প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রথমে কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ ও পরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ মৃতদেহ তুলতে গেলে, বাধা দেন বিক্ষোভকারীরা। এরপরই দু-পক্ষের মধ্যে বেঁধে যায় খণ্ডযুদ্ধ।