সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ডের পর রাজ্যের সমস্ত এলাকা থেকে বোমা, বেআইনি অস্ত্র খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুলিশকে কড়া নির্দেশ দেন, যেন গোটা রাজ্য থেকে যত বোমা, আগ্নেয়াস্ত্র রয়েছে, তা দ্রুত উদ্ধার করা হয়। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার শুরু হয়ে গিয়েছে। এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার দধিকোট এলাকা থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের হিড়িক পড়ে গিয়েছে। বুধবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার দধিকোট এলাকা থেকে পাঁচটি বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের পর দ্রুত খবর দেওয়া হয় হেমতাবাদ থানায়। ঘটনাস্থলে পুলিশ আসলে তৈরি হয় চাঞ্চল্য। দুর্ঘটনা এড়াতে উদ্ধার হওয়া বোমাগুলি পুলিশ ঘিরে রাখে। তাজা বোমাগুলি নিষ্কৃয় করতে করতে মালদার বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। কিন্তু বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে দীর্ঘক্ষণ না আসায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কে তৈরি হয় বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন - North Dinajpur News: 'ফাঁড়িতে বেঁধে রাখব, তালা মেরে রাখব', প্রকাশ্য সভায় তৃণমূল বিধায়কের নিশানায় পুলিশ


স্থানীয় বাসিন্দা তাপস দে এই প্রসঙ্গে জানিয়েছেন যে, কেউ বা কারা খালি জায়গায় তাজা বোমাগুলি ফেলে রেখেছেয পুলিশের এখনই সমস্ত জায়গা থেকে বোমাগুলি খুঁজে বের করা উচিত। পাশের উচ্চমাধ্যমিক বিদ্যালয়। এখন আবার উচ্চমাধ্যমিক পরীক্ষাও চলছে। তাই কোনও দুর্ঘটনা ঘটলে তা বড় আকার নিতে পারে। বোমাগুলি নিষ্কৃয় না হওয়া পর্যন্ত আতঙ্কে থাকেন এলাকার বাসিন্দারা। পরে মালদা থেকে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্কৃয় করেন। কোথা থেকে এতগুলো তাজা বোমা এখানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।