সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: স্কুলের পড়ুয়াদের সংখ্যা ক্রমেই কমে যাওয়ায় অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ (Raiganj) শহরের তুলসীতলায় অবস্থিত জগজীবন রাম এডেড  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। স্কুলে পড়ুয়াদের ভর্তির (Admission) বিষয়ে এলাকার অভিভাবক অভিভাবকদের উৎসাহিত করতে টোটোতে  মাইক লাগিয়ে  প্রচার করা হচ্ছে এই স্কুলে ভর্তির জন্য। উন্নত মানের মিড ডে মিল ছাড়াও অন্যান্য সরকারি বিদ্যালয়ের সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই স্কুলে ভর্তি হলে বলেই মাইকিং করা হচ্ছে এলাকায়। 


পড়ুয়া টানতে প্রচার রায়গঞ্জ স্কুলের


 করোনা অতিমারি  ও তার পরবর্তী পরিস্থিতিতে সরকারি বিদ্যালয়গুলিতে  স্কুলছুটের সংখ্যা ক্রমশই বাড়ছে। ফলে স্কুল পড়ুয়াদের ফের স্কুলমুখী করে তুলতে এই উদ্যোগকে  স্বাভাবিকভাবেই সাধুবাদ জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সরকারি স্কুলে বিনামূল্যে পঠন-পাঠন ও অনান্য সুযোগ সুবিধার কথা  মানুষের মধ্যে প্রচারের জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।  মাইকিং এর মাধ্যমে প্রচার হলেতো তা অভিনব। এই প্রচেষ্টা  সাধুবাদ যোগ্য বলে মন্তব্য করেন তিনি।


নিজ অর্থ ব্যয় করে প্রচারের কাজ


দুলাল বাবু আরও বলেন, স্কুলে ক্লাস রুমের সংখ্যা অনুযায়ী যে আলাদা অর্থ বরাদ্দ করা হয় সরকারের পক্ষ থেকে। তা দিয়েই নানাবিধ খরচ করতে পারেন বিদ্যালয়গুলি শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু  স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি নিজ অর্থ ব্যয় করে প্রচারের কাজ করেন,তা অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে  ভবিষ্যতে দপ্তরের পক্ষ থেকে কোনও  ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা যায় কিনা, সেই  বিষয়টি নিয়েও  আশ্বাস দেন তিনি।


প্রতি সপ্তাহেই একদিন করে  মাংস ভাত, লুচি পায়েস ও ডিম ভাত মিড ডে  মিলে


আরও পড়ুন, স্টেশনে দাঁড়িয়ে স্ত্রী, আবেগঘন হয়ে হাত নাড়লেন বন্দেভারত-র প্রধান চালক


অন্যদিকে স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুন্ডু বলেন, বিদ্যালয়ে এখন পড়ুয়ার সংখ্যা মাত্র ৩০। আমরা দুজন শিক্ষক  শিক্ষিকা রয়েছি।  নিজেদের টাকা থেকেই নানা উদ্যোগ নিয়েছি  পড়ুয়া ও অভিভাবক অভিভাবকদের উৎসাহিত করতে। প্রতি সপ্তাহেই একদিন করে  মাংস ভাত, লুচি পায়েস ও ডিম ভাত মিড ডে  মিলের অন্তর্ভুক্ত করেছি। খাওয়া দাওয়াকে  স্বাস্থ্যকর ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছি যাতে  পড়ুয়ারা উৎসাহিত হয়ে ফের বিদ্যালয়মুখী হয়।