সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরে বাড়ির মধ্যেই খুন হলেন চা বাগান মালিকের ছেলে। দুষ্কৃতীদের আটকাতে গিয়ে জখম হন মৃত ব্যবসায়ীর মা। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও কী করে ঢুকল আততায়ীরা? উঠছে প্রশ্ন।
বাড়ির মধ্যেই খুন ব্যবসায়ী: ঘুমন্ত ব্যবসায়ীকে গলা কেটে খুনের অভিযোগ। বাধা দেওয়ায় আক্রান্ত হলেন মৃতের মা। ঘটনায় আটক করা হয়েছে নিহতের স্ত্রী এবং এক যুবককে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিজের ঘরে, ঘুমের মধ্যেই খুন হলেন চা বাগান মালিকের ছেলে। মৃত ব্যবসায়ীর নাম অভিজিৎ তরফদার। স্থানীয় সূত্রে খবর, ১১ বছর আগে বিয়ে হয় অভিজিতের। এই বাড়িতেই বাবা, মা, স্ত্রী ও ৬ বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই ব্যবসায়ী।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত পৌনে ৩টে নাগাদ বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। ঘুমন্ত ব্যবসায়ীর গলার নলি কেটে খুন করে তারা চম্পট দেয়। বাধা দিতে গেলে, ব্যবসায়ীর মাকেও এলোপাথাড়ি কোপানো হয়। মৃতের পরিবারের প্রশ্ন,বাড়িতে ঢোকার ৩টি দরজাই ভিতর থেকে বন্ধ ছিল। চাবিও ছিল ঠিক জায়গাতেই। তারপরেও কী করে ঢুকল আততায়ীরা? নিহতের মায়ের সন্দেহ অভিজিতের স্ত্রীর উপর। এদিকে ওই বাড়ির ভাড়াটের দাবি, চুরি হয়ে বলে চিৎকার করছিল। খুনের কথা বলা হয়নি বলে দাবি ভাড়াতে স্নেহাশিস চৌবের।
পুলিশকে ভাবাচ্ছে মূলত ৩টি প্রশ্ন। আততায়ীরা কীভাবে বাড়িতে ঢুকল? খুনের সময় ব্যবসায়ীর স্ত্রী ও সন্তান কোথায় ছিল? ব্যবসায়ীর স্ত্রী চুরি হয়েছে বলে দাবি করলেও, খুনের কথা কেন জানালেন না? ইসলামপুর পুলিশ জেলার সুুপার জানিয়েছেন,খুনের নেপথ্যে ব্যবসায়ীর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। অভিযুক্ত স্ত্রী ও তাঁর পরিচিত এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি। আততায়ীদের হদিশ পেতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ।
হাওড়ায় প্রোমোটারের মৃত্যু: এদিকে উত্তর হাওড়ার সালকিয়ায় প্রোমোটারের রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার সকালে পাঁচ তলা ফ্ল্যাটের নিচে থেকে দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: West Midnapore: যুবকের খোঁজে সন্ধান শুরু, সুবর্ণরেখায় নামানো হল স্পিড বোট