সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পরপর সোনার দোকানে ডাকাতি ঘিরে যখন উত্তাল রাজ্য। ঠিক তখনই আরও একটি ডাকাতির ঘটনা। তবে এটি কোনও সোনার দোকানে নয়। এই ডাকাতি হল স্কুলের হস্টেলে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জের স্কুলের হস্টেলে ঢুকে নিরাপত্তারক্ষীর হাত-পা বেঁধে ডাকাতি করা হল।      


রাজ্যজুড়ে যখন ডাকাতির ঘটনা ঘটেই চলেছে, তখন স্কুলের হস্টেলে এই ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতী ছাত্রাবাসে ঢুকে সেখানে থাকা নিরাপত্তারক্ষীর হাত-পা লোহার গেটের সাথে বেঁধে রেখে লুঠপাট চালায়। বৃহস্পতিবার সকালে গেটে আওয়াজ পেয়ে এলাকাবাসীরা স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর ও স্কুলের প্রধান শিক্ষককে খবর দেন। তাঁরা এসে ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে কিছু বিদ্যুতের সরঞ্জাম খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। আর কী কী চুরি গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রায়গঞ্জ-সহ গোটা রাজ্যে যেভাবে চুরি বা ডাকাতির মত ঘটনা ঘটেছে তারপর স্কুলে এই ভয়াবহ ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। স্কুল সূত্রে দাবি, ওই হস্টেলে পড়ুয়ারা ছিল না। তারা থাকলে দুষ্কৃতীরা তাদের উপরেও হামলা চালাতে পারত বলে আশঙ্কা তাঁদের। শিক্ষা প্রতিষ্ঠানও দুষ্কৃতীদের টার্গেট হওয়ায় রীতিমত চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। দ্রুত পুলিশি হস্তক্ষেপে  দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির দাবি করছেন শিক্ষকরা। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরাও।


হস্টেল রক্ষীর মেয়ে মৌসুমী দেবশর্মা বলেন,'কারেন্ট ছিল না। হস্টেলে কেউ ছিল না। তাও বলেছিল বলে আসত বাবা। এর আগেও চুরি হয়েছে। এমন মেরেছে, কথাও বলতে পারছে না। সারা শরীর ফুলে গিয়েছে। এর আগেও এখানে ২ বার চুরি হয়েছে। আবার হল।' প্রতি রাতে ১০০ টাকা করে পান। তাও এই কাজ করে তাঁর বাবা সংসার চালানোর জন্য, জানালেন মেয়ে।


রায়গঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর শিল্পী দাস, 'উনি কয়েকবছর ধরে হস্টেলে নিরাপত্তারক্ষীর কাজ করেন। হস্টেলে পড়ুয়া থাকলে বড় অঘটন ঘটত। আমরা আতঙ্কিত। কিছুদিন আগেই প্রাইমারি স্কুলে গরমের ছুটি চলাকালীন সব বাসন চুরি হয়েছে। রায়গঞ্জ শহরে প্রায়শই চুরির ঘটনা ঘটছে।'


প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত বলেন, 'স্কুলের মাঠের ঠিক পাশেই একটা হস্টেল রয়েছে। সেখানে সাঙ্ঘাতিক চুরি ঘটেছে। স্কুল বন্ধ থাকায় বাচ্চারা ছিল না। পাহারাদারকে মেরে-বেঁধে হস্টেল তছনছ করা হয়েছে। আমরা আতঙ্কে রয়েছি।'


আরও পড়ুন: দক্ষিণে তীব্র গরমে ইতি? সপ্তাহান্তেই বৃষ্টিভেজা দক্ষিণবঙ্গ! আপনার জেলায় বৃষ্টি হবে?