Realme Smartphones: রিয়েলমি জিটি ৬ ফোন (Realme GT 6) ভারতে লঞ্চ হতে আর বেশি দিন দেরি নেই। গ্লোবাল মার্কেটের সঙ্গে একই দিনে অর্থাৎ ২০ জুন এই ফোন লঞ্চ হবে ভারতেও। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করছে রিয়েলমি (Realme Phones) কর্তৃপক্ষ। সম্প্রতি জানা গিয়েছে যে রিয়েলমি জিটি ৬ ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এটি একটি Sony LYT-808 ক্যামেরা সেনসর হতে চলেছে। এই ক্যামেরা সেনসরের সাহায্যে 4K Dolby Vision ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি জিটি ৬ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপের মেন সেনসরের সঙ্গে। এছাড়াও এই ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি, SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এআই প্রযুক্তি যুক্ত একগুচ্ছ আধুনিক ও উন্নত ফিচার। 


রিয়েলমি জিটি ৬ ফোনের ক্যামেরা সেটআপে ইউজারদের জন্য একাধিক ইমেজ এবং ভিডিও মোডে ছবি ও ভিডিও তোলার সুবিধা থাকতে চলেছে। সেই তালিকায় টেক্সচার পোর্ট্রেট, ফাস্ট ক্যাপচার, নাইট মোড, স্টার মোড, স্ট্রিট মোড এগুলি রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি ইউজাররা পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ কিংবা কম আলোর পরিবেশ, যেভাবেই ছবি তুলুন না কেন একদম ভিন্ন ধরনের দুরন্ত গুণমানের ছবি উঠবে রিয়েলমি জিটি ৬ ফোনের রেয়ার ক্যামেরায়। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি প্রসেস করা যাবে অর্থাৎ সামান্য ভুলত্রুটি থাকলেও তা এডিট করার সুযোগ পাবেন ইউজাররা। রিয়েলমি নিজস্ব HyperTone Image Engine থাকবে রেয়ার ক্যামেরা ইউনিটে। 


রিয়েলমির এই ফোন ৫৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকতে চলেছে ১২০ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফোনের ফাস্ট চার্জিং টেকনোলজির সাহায্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ২৮ মিনিটে। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ডুয়াল VC cooling সিস্টেম থাকবে রিয়েলমির এই ফোনে। তার ফলে ফোন সহজে গরম হবে না। গেম খেলা কিংবা ভিডিও দেখার সময় ফোন গরম হলেও তাপ বেরিয়ে যাবে। 


আরও পড়ুন- এয়ারটেলের সিম থাকলে তবেই লক খুলবে স্যামসাংয়ের এই ফোনের ! পাবেন দুর্দান্ত ইন্টারনেট পরিষেবা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।