সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়েছে রেল পরিষেবা (Indian Railway)। কিন্তু দেশের সব প্রান্তের মানুষ কি সেই সুবিধা পাচ্ছেন? রায়গঞ্জ মহকুমা এলাকায় রেল পরিষেবার নিয়ে উঠছে প্রশ্ন। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে স্থানীয়দের দাবি, রেল পরিষেবার উন্নতি হোক।


উন্নত রেল পরিষেবার দাবি: নতুন বছরে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত একটি নতুন ট্রেন চালু হয়েছে। মালদা থেকে চালু হয়েছে বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস। তখন গৌড়বঙ্গের আরেকটা অংশে রেল উন্নয়ন তিমিরেই রয়ে গিয়েছে। নতুন ট্রেন তো দূরস্ত যে ট্রেন চলত তারক পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। চালু হওয়া ট্রেনগুলিও বন্ধ হয়ে রয়েছে। বারবার বঞ্চিত হচ্ছে রায়গঞ্জ কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। কেন ট্রেন নিয়ে এই বঞ্চনা তা নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতা।


সাধারণ মানুষের পাশাপাশি একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার ব্যবসাও। যোগাযোগ ব্যবস্থার সমস্যা নিয়ে সরব হয়েছেন তারাও। রায়গঞ্জ মহকুমায় ট্রেনের এই দূরবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদেরও। রেল নিয়ে ক্ষোভ বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও। ক্ষোভ উগরে দিয়েছেন রায়গঞ্জের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়িও।


বছরের শুরুতেই বালুরঘাটবাসীকে নতুন উপহার দিয়েছে রেল মন্ত্রক। যাত্রা শুরু করেছে বালুরঘাট-শিয়ালদা রুটের ট্রেন। গত ১ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার আগে গত বছর ৩০ ডিসেম্বর মালদা স্টেশন (Malda) থেকে চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। ৪২ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা রয়েছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা রয়েছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। যেদিন সকালে যাত্রা শুরু করবে তার পরের রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে। এতে রয়েছে পুশ-পুল প্রযুক্তি। যাত্রীদের সুবিধা অনুযায়ী রয়েছে ট্রেনের স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থা। অন্যান্য সুবিধার পাশাপাশি এতে রয়েছে এলইডি লাইট, সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Job Seekers: নিয়োগ চেয়ে ফের আন্দোলনে, পথে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা