কৃষ্ণেন্দু অধিকারী, ইটাহার : তৃণমূলে নবজোয়ার পর্বে এই প্রথম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইটাহারে অভিষেকের বৈঠকে গরহাজির ইসলামপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক (TMC MLA) আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। সূত্রের খবর, উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ২৫ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে নাম ছিল আব্দুল করিমেরও। কিন্তু তিনি এখনও পর্যন্ত অভিষেকের বৈঠকে যোগ দেননি। 


এর আগে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি একাধিক জেলায় গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সাংগঠনিক বৈঠক উত্তর দিনাজপুর জেলাতেই প্রথম। জেলা তৃণমূল সূত্রের খবর, দলীয় বিধায়ক, জেলা তৃণমূলের নেতা-সহ ২৫ জনের নাম ছিল। সেই তালিকায় নাম ছিল ইসলামপুরের তৃণমূল বিধায়কেরও । কিন্তু, বৈঠক শুরুর গোড়াতেও দাঁড়িয়েও অনুপস্থিত আব্দুল করিম চৌধুরী।


এর আগে গত পরশুও অভিষেকের সভা এড়িয়েছিলেন তিনি। বাড়িতে আসেননি অভিষেক! সভাতেও ডেকে নিয়ে যাননি! এমনই দাবি করে, সেই সভা এড়ান বর্ষীয়ান এই রাজনীতিক। শুধু তা-ই নয়! গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক তরজা।


আরও পড়ুন ; অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হয়নি, দাবি ইসলামপুরের তৃণমূল বিধায়কের


ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুনে যেন ঘি ঢালেন তৃণমূল বিধায়ক ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিতে কার্যত অনাস্থা প্রকাশ করেন আব্দুল করিম চৌধুরী! প্রশ্ন তোলেন, গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েও!
শুধু তাই নয় ! ইসলামপুরের কোর্ট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও যাননি ইসলামপুরের তৃণমূল বিধায়ক।
সভাস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বাড়িতেই বসে থাকেন নিজেকে বিদ্রোহী বিধায়ক বলে পরিচয় দেওয়া আব্দুল করিম চৌধুরী।


অথচ রবিবার সকাল থেকেও ছবিটা এমন ছিল না অভিষেক আসতে পারেন বাড়িতে, এই ভেবে তাঁকে স্বাগত জানাতে নানা আয়োজন করে রেখেছিলেন আব্দুল করিম চৌধুরী। কিন্তু ইসলামপুরে সভা করলেও, অভিষেক যাননি ইসলামপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে। সভামুখো হননি বিধায়কও।


এই প্রেক্ষাপটেই অভিষেকের সভায় গরহাজির থাকা আবদুল করিম চৌধুরীর মুখে শোনা গেছে তৃণমূল নেত্রীর প্রতি আস্থার কথা। তিনি বলেন, আমি একটাই নেতা ধরেছি, মমতা ব্যানার্জি। ছত্রছায়া যাকে বলা হয়। এই ছত্রছায়া, আমার মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নেই। প্রিয় দাশমুন্সির পরে। আমি ওকে ছেড়ে কিছুদিন আগে এসেছিলাম। অভিষেকের ছত্রছায়ায় কী করব। বহুত বাচ্চা আছে। বহুত বাচ্চা আছে।


আরও পড়ুন ; পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন