সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ(উত্তর দিনাজপুর) : উত্তর দিনাজপুরে গেরুয়া শিবিরে কোন্দল থামার নাম নেই। রায়গঞ্জের বিজেপি বিধায়ক ও সাংসদের দ্বন্দ্বে এবার মুখ খুললেন দলের রাজ্য সভাপতি। এদিকে, কৃষ্ণ কল্যাণীকে দলে ফেরার আহ্বান জানিয়েছে তৃণমূল।


উত্তর দিনাজপুরে গেরুয়া শিবিরে চরমে সংঘাত। বিধায়ক-সাংসদের দ্বন্দ্বে তুঙ্গে চাপানউতোর। এই পরিস্থিতিতে বিতর্ক থামাতে এবার আসরে নামলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 


শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে হারাতে চেয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়ে এখন মানসিক অবসাদে ভুগছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ।


যদিও দেবশ্রী চৌধুরী বলেন, সদ্য বিজেপিতে ঢুকেছেন। আমি ৭ দিন বা ৭ মাসের জন্য দল করি না। ৩২ বছর ধরে সংগঠনটা করছি। আমি জানি কীভাবে সংগঠন করতে হয়। উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।


এই পরিস্থিতিতে শনিবার বিতর্ক থামানোর চেষ্টা করেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি বলেন, উনি সদ্য দলে এসেছেন। তাই সব নিয়ম জানেন না। আস্তে আস্তে শিখে নেবেন ।


যদিও কৃষ্ণ কল্যাণী বলেন, শেখাতে চাইলে শিখতে রাজি । তবে আত্মসম্মানে আঘাত দিলে প্রতিবাদ করব। সাংসদ মন্ত্রিত্ব হারিয়েছেন, ভারসাম্য হারিয়েছেন। ৩২ বছর রাজনীতি করলেও ৩ বছর ধরে চিনি। নির্বাচনের পর থেকেই লা পাতা।


যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি দেবশ্রী চৌধুরীর। বিজেপির সাংসদের বিরুদ্ধে মুখ খুলতেই দলের পুরোনো সৈনিককে দলে ফিরতে আহ্বান জানিয়েছে তৃণমূল। রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, এতদিন রায়গঞ্জের মানুষ বলত, এখন দলীয় বিধায়ক বলছেন। এখানে থেকে গঠনমূলক কাজ হয় না, বলব তৃণমূলে আসুন।


রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তৃণমূলে ফেরার রাস্তা চওড়া করতে চাইছেন কৃষ্ণ কল্যাণী। আগামী দিনে তিনি কী করেন, সেটাই দেখার।