ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ( BJP ) কর্মীদের তাতাতে জেলা সফরে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty ) । আজ পুরুলিয়ায় সভা। সাংগঠনিক বৈঠকও করবেন মিঠুন। মঙ্গলের পর বুধেও ফের মিঠুনের দাবি অনেক তৃণমূল বিধায়কই তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। 



কোন তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন ?


ফের মিঠুন দাবি করলেন, ২১ জনের থেকেও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন মিঠুনের সঙ্গে। শরীরী ভাষা দেখে বুঝতে পারবেন কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন’ । সেই সঙ্গে কয়েকজন তৃণমূল নেতাকে দেদার সার্টিফিকেট দিলেন 'মহাগুরু'। বললেন, ‘তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত নয়, অনেকে ভাল লোক আছেন। অনেকে শান্ত আছেন, তাঁদের দিকে নজর রাখুন’
‘শুধু শাসকদলের বিধায়করা নয়, সাংসদরাও যোগাযোগে আছেন’ বাংলায় এসে ফের দাবি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। 

 অনেক নাটক দেখা গেছে : শোভনদেব 


অন্যদিকে, ’২১-এর ভোটে অনেক নাটক দেখা গেছে, শেষ পর্যন্ত জয়ী হয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটেও বিপুল জয় পাবে শাসক দল, দাবি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।           

সকালে বার্নপুর থেকে রওনা হয়ে পুরুলিয়া শহরে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপি নেতা। রাতে যাবেন বাঁকুড়ায়। কাল সেখানে কর্মসূচি রয়েছে মিঠুনের। গোটা সফরেই তাঁর সঙ্গে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 


ট্রাম্পকার্ড মহাগুরু: পঞ্চায়েত ভোটে বিজেপির ট্রাম্পকার্ড মহাগুরু! লক্ষ্য ব্লকস্তরে সংগঠনকে মজবুত করা। সেই লক্ষ্যেই দু’মাসের মধ্যে ফের রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী। ৫ দিনে ৫ জেলায় ঘুরবেন তিনি। করবেন সাংগঠনিক সভা। মিঠুন চক্রবর্তীর সঙ্গী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠিক পুজোর মুখে কলকাতায় এসেছিলেন ‘বাঙালি বাবু’। করেছিলেন একাধিক পুজোর উদ্বোধন। জনসংযোগ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গেও। তার ঠিক, দু’মাসের মধ্যে ফের রাজ্যে এলেন মিঠুন।


কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন মিঠুন চক্রবর্তী। বুধবার থেকে শুরুর হবে মহাগুরুর সফর। ওইদিন সাংগঠনিক সভা করবেন পুরুলিয়ায়। বৃহস্পতিবার বাঁকুড়া। শুক্রবার বিষ্ণুপুর। শনিবার আসানসোলে সভা করবেন তিনি। রবিবার মিঠুন চক্রবর্তী সভা করবেন অনুব্রত-গড় বীরভূমে।