সন্দীপ সরকার, প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে জানালেন, তিনি দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে দলীয় কর্মসূচি ও ভোটের কাজ ছেড়ে তাঁর হাজিরা দেওয়া সম্ভব নয়। ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ১৫ পাতার চিঠি দিয়ে জানালেন অভিষেক। চিঠির সঙ্গে দেওয়া হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের কপি।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে মঙ্গলবার যে হাজির হবেন না, সেকথা আগেই জানিয়েছিলেন! আর এদিন এদিন ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ১৫ পাতার চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সংস্থার থেকে নিয়োগ দুর্নীতির যে মামলায় তাঁকে তলব করা হয়েছে, তার তদন্তের পরিধি ও উদ্দেশ্যের ব্যাখ্যাও চাইলেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, 'I would like to seek clarification from your office pertaining to the scope and puport of your ensuing investigation pursuant to which the summoned issued upon me'.
এদিন ইডিকে লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তিনি কলকাতায় নেই। রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি আরও লিখেছেন, ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে। তিনি তার প্রস্তুতি ব্যস্ত রয়েছেন। এর আগে শহিদ মিনারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভাষণ
ও তার দিন কয়েক পর নিম্ন আদালত ও পুলিশকে লেখা ধৃত কুন্তল ঘোষের লেখা একটি চিঠির প্রেক্ষিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসা করতে পারে বলে রায় দেয় আদালত।
এদিন নিজের চিঠিতে সেই সংক্রান্ত মামলার উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, তদন্তে তাঁর থেকে যে সব তথ্য বা নথি চাওয়া হয়েছে, তার সঙ্গে গত ২৯ মার্চের সভায় তাঁর ভাষণের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, ইডি সূত্রে দাবি, চিঠিতে যে মামলার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, তাঁকে শুধু সেই কারণেই ডাকা হয়নি।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য ও নাম উঠে এসেছে। সেই প্রসঙ্গে তাঁকে এদিন তলব করা হয়েছিল। একই মামলায় গত ২০ মে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
এরইমধ্যে ৮ জুন,কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিনই নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার তাঁকে হাজির হতে বলা হয়েছিল CGO কমপ্লেক্সে।
কিন্তু এদিন হাজিরার বদলে কেন্দ্রীয় সংস্থাকে ১৫ পাতার চিঠি দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। ইডি সূত্রে দাবি, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে। এ নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে যেসব তথ্য ও নথি চাওয়া হয়েছিল, সেগুলো পাওয়ার পর, এ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।
অন্যদিকে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে যুদ্ধক্ষেত্র ভাঙড়। মুহুর্মুহু বোমাবাজি। গুলি চলার অভিযোগ। এই আবহেই আজ ভাঙড়ে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর কর্মসূচি ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়। কিন্তু অভিষেকের কর্মসূচি জুড়ে রয়েছে ভাঙড় ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় রোড শো এবং জনসংযোগ। প্রথমে ভাঙড় বিধানসভায় রোড শো করবেন অভিষেক। এরপর ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ভাঙড় ১ নম্বর ব্লকেও রোড শো করবেন তিনি।