অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এসি লোকাল ট্রেন (AC Local Train) চালানোর প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন (East Rail Sealdah Division)। রেল বোর্ডের কাছে চিঠি লিখে আপাতত একটি এসি লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছে। তবে কোন রুটে চালানো হবে ওই ট্রেন বা ভাড়া কত হবে, তা এখনও ঠিক হয়নি।


এবার লোকাল ট্রেনেও এসি


মুম্বইয়ের পথে হাঁটতে চলেছে কলকাতা। ২০১৭ সালে মুম্বইয়ে প্রথম চালানো হয় এসি লোকাল ট্রেন। এবার রেলের শিয়ালদা ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। শিয়ালদা ডিভিশনের তরফে অনুমতি চেয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে রেল বোর্ডকে। আপাতত, কোনও একটি রুটে একটি এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।  


পূর্ব রেল সূত্রে খবর, রেল বোর্ডের অনুমতি মিললে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি রেক শিয়ালদায় আসবে। শিয়ালদা ডিভিশন সূত্রে দাবি, এসি রেক চালানোর জন্য আলাদা পরিকাঠামো গড়তে হবে না। রক্ষণাবেক্ষণের পরিকাঠামোও মজুত। 


শিয়ালদার ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিংহ সাংবাদিক বৈঠকে বলেন, 'পরিকাঠামো একেবারে তৈরি। রেল বোর্ডকে চিঠি দিয়েছি।' তবে শিয়ালদায় কোন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে, তা এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি ভাড়াও। রেল সূত্রে খবর, প্রথমে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালিয়ে দেখা হবে, কেমন সাড়া মিলছে। তারপর বাড়তি এসি লোকাল ট্রেন চালানো হবে।  


আরও পড়ুন: Coochbehar: আদালতে ঢোকার মুখে বেহাল রাস্তা, মাথাভাঙায় বিক্ষোভ গ্রামবাসীদের


রেল সূত্রে খবর, মুম্বইয়ে যখন প্রথম এসি লোকাল ট্রেন চালানো হয়, তখন ভাড়া ছিল ৫০ টাকা। ভাড়া বেশি থাকায় প্রথমদিকে খুব একটা সাড়া মেলেনি। পরে ভাড়া কমিয়ে ২৫ টাকা করা হলে, যাত্রীদের ভালই সাড়া মেলে।


কলকাতায় বেশ কিছুদিন ধরেই চলছে এসি বাস। পরিবহণ দফতর সূত্রে খবর, সাধারণ বাসের থেকে ভাড়া বেশি হলেও যাত্রী ভালই হচ্ছে। কলকাতা মেট্রোতেও চলছে এসি রেক। এবার সেই পথেই পরীক্ষামূলকভাবে এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে শিয়ালদা ডিভিশন।