কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও আশাবুল হোসেন, কলকাতা: পুলিশকে সহযোগিতা করা যাদের কাজ, সেই সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteer) পড়াবেন প্রাইমারি স্কুলের পড়ুয়াদের। এহেন সিদ্ধান্তে হতবাক শিক্ষাবিদরা। তীব্র কটাক্ষ করেছেন, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। কেন সিদ্ধান্ত প্রত্যাহারের বদলে, স্থগিত রাখা হল, এই প্রশ্ন তুলেছেন পবিত্র সরকার (Primary Education)।


শিশুর জীবনের ভিত তৈরি করে প্রাথমিক শিক্ষা


'একটা শিশু, একজন শিক্ষক। একটা বই, একটা পেন। দুনিয়া পাল্টে দিতে পারে'। নোবেলজয়ী মালালা ইউসুফজাই-র এই কথাই বুঝিয়ে দেয় একজন শিক্ষকদের কী অপরিসীম ক্ষমতা। আর একটি শিশুর জীবনের ভিত তৈরি করে প্রাথমিক শিক্ষা, যার জন্য় শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজন বিশেষ ধরনের প্রশিক্ষণের।


আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সাহায্য করা, সিভিক ভলান্টিয়ারা কী করে সেই গুরু দায়িত্ব পালন করতে পারে? এ নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের পর সিভিক ভলান্টিয়ারদের সরকারি প্রাথমিক স্কুলে পড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করল শিক্ষা দফতর। কিন্তু এমন একটা সিদ্ধান্ত নেওয়া হল কী করে? বিস্মিত শিক্ষাবিদরা।


হালফিলে রাজনৈতিক সভামঞ্চে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পড়ানোর বিষয়টি মানতে পারেননি নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। তাঁর কথায়, "এটা চলতে পারে না। এর পর তা আমি শিক্ষিত মানুষ, পুলিশ কমিশনার হতে পারব! যেখানে যার কাজ, সেটা করা উচিত। এটা সঠিক সিদ্ধান্ত নয়। এদের কাজ তো আইনশৃঙ্খলা দেখা! এরা কী ভাবে পড়াবে?"


আরও পড়ুন: Civic Volunteers: আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত


সমালোচনার ঝড় উঠতে আপাতত সিভিক ভলান্টিয়ার দিয়ে পড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। কিন্তু পুরোপুরি বাতিল করা হল না কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। তাই শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "স্থগিত লেখা হয়েছে। প্রত্যাহার করা হল না। এমন নির্বোধ সিদ্ধান্ত প্রত্যাহার নয় কেন?"

বিষয়টি সামনে আসতে, একদিন আগে গা বাঁচানো মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, তাঁর শিক্ষা দফতর থেকে এমন কোনও অনুমোদন দেওয়া হয়নি। তিনি বলেন, "রাতেই বিভাগীয় সচিবের থেকে জানতে পেরেছি যে আমাদের দফতরের এই ধরনের কোনও অনুমোদন নেই। বিভাগীয় সচিব ওদের বলেছেন, আমাদের কাছে অনুমোদন চেয়ে পাঠাতে। আমরা ওটা প্রাথমিক পর্ষদের যে অ্যাকাডেমিক কাউন্সিল রয়েছে, তাদের কাছে পাঠাব। তারা অনুমতি দিলে তখন ভাবা যেতে পারে।"


সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে হতবাক সকলেই

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য়, তখন শিক্ষা নিয়ে কার্যত ছেলেখেলার এমন উদাহরণ, রাজনৈতিক মহলেও ঝড় তুলেছে। এমনিতেই সব বিষয় গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থায় অঙ্ক-ইংরেজির গুরুত্ব অপরিসীম। আর সেই দুই বিষয় পড়াতেই সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে হতবাক সকলেই।