ঝিলম করঞ্জাই, কলকাতা : ফের রাজ্যে অঙ্গদানের অনন্য নজির। ব্রেন ডেথ হওয়া ব্যক্তির অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের। যার জেরে একইসঙ্গে সুস্থ জীবনের পথে এগোতে চলেছে বেশ কয়েকটি জীবন। বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে ব্রেন ডেথ ঘোষণা করা হয় ব্যারাকপুর পুর এলাকার বাসিন্দা ৪৯ বছরের ওই ব্যক্তির। যার পরই পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র আরএন টেগোর হাসপাতাল, একটি কিডনি এসএসকেএম ও আরেকটি কিডনি ও লিভার অ্যাপোলো হাসপাতালে প্রতিস্থাপন করা হবে। 


হাসপাতাল সূত্রে কী জানা যাচ্ছে


তিনদিন আগে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্যারাকপুর পুর এলাকার ৪৯ বছরের এক ব্যক্তি। তারপর থেকে তাঁর শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে। এদিন সকালে তাঁর ব্রেন ডেথ হয়। যার পরই পরিবারের লোকজন অঙ্গদানের সিদ্ধান্ত নেন। যেগুলো নিয়ে বিভিন্ন ব্যক্তিতে দিয়ে তাঁদের বাঁচানোর ও সুস্থ জীবনের পথে এগিয়ে দেওয়ার কাজ চালানো হবে। 


কী বলছেন চিকিৎসকরা


চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'অঙ্গদানের মতো ভাল বিষয় আর কী হতে পারে। যারা ব্রেন ডেথের জেরে কাছের মানুষকে হারালেন, তাঁদের যেমন অত্যন্ত দুর্ভাগ্য। তেমনই যিনি বা যারা পেলেন তাঁদের থেকে সৌভাগ্যবান আর কেউ হন না। রক্তদান যেমন জীবন বাঁচায়। অঙ্গদান তেমনই কাউকে নতুন জীবন উপহার দিতে পারে।'






এদিকে, হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র আরএন টেগোর হাসপাতাল, একটি কিডনি এসএসকেএম ও আরেকটি কিডনি ও লিভার অ্যাপোলো হাসপাতালে প্রতিস্থাপন করা হবে। 


আরও পড়ুন- 'পৃথিবীতে খারাপ ডাক্তার হয় না, খারাপ অসুখ হয়', বললেন চিকিৎসক কুণাল সরকার