আবির দত্ত, কলকাতা: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কো-লোকেশন কেলেঙ্কারিতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে দেশজুড়ে সিবিআইয়ের অভিযান। কলকাতা ও সল্টলেকেও চলছে তল্লাশি।দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, মুম্বই, গুজরাতের গান্ধীনগর-সহ ১০টিরও বেশি জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই। 


সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রতারণার অভিযোগ উঠেছে। দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার। আর এই কারণেই শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।একইসঙ্গে কলকাতার আরও দুটি জায়গায় অভিযান চালানোর কথা রয়েছে সিবিআইয়ের। একইসঙ্গে জানা গেছে, শুধু কলকাতার নয় গোটা দেশজুড়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। যার কারণে গোটা দেশেই চলছে সিবিআইয়ের তল্লাশি অভিযান।                                                       


আরও পড়ুন, কোন ধর্ম, বলতে না পারায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে পিটিয়ে খুন, কাঠগড়ায় বিজেপি নেতা 


প্রসঙ্গত, ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত এনএসই-র এমডি-সিইও ছিলেন চিত্রা রামকৃষ্ণ। তাঁর আমলে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এর পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত নামে সেবি। তদন্ত করছে সিবিআইও।                                                                         


এদিকে, রাজ্যের একাধিক ইস্যু নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। তার মধ্যে এসএসসি সহ আর্থিক দুর্নীতির মতো একাধিক শুরু হয়েছে। আর এর পরেই এনএসসির আঞ্চলিক অফিসে হানা দিল সিবিআই। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।                                                       


জানা গিয়েছে, গোটা ভারত বর্ষ জুড়ে আজ বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে সিবিআই। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে আর্থিক দুর্নীতির খবর। যার কারণে আজ অর্থাত শনিবার গোটা দেশজুড়ে অভিযান চালিয়েছে সিবিআই। এরইমধ্যে জানা যাচ্ছে কলকাতার দুটি জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে।