সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে মারাত্মক হারে বাড়ছে চিকেন পক্সে (Chicken Pox) আক্রান্তের সংখ্য়া। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্য়ুও। প্রায় ১ মাসে বেলেঘাটা আইডিতে (Beleghata ID) মৃত্য়ু হয়েছে ৫ জনের। ভ্যাকসিন (Vaccine) নেওয়া না থাকলে এই রোগ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।


এবার চোখ রাঙাচ্ছে চিকেন পক্স। রাজ্যে বাড়ছে চিকেন পক্স আক্রান্তের মৃত্যুর ঘটনা। শুধুমাত্র বেলেঘাটা আইডি হাসপাতালেই গত ১ মাসে মৃত্য়ু হয়েছে ৫ জনের। গত মঙ্গলবার, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হয়, উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা, শঙ্কর কান্তি নামে এক চিকেন পক্স আক্রান্তের। তার আগে, ২ রা জানুয়ারি, এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা, মঙ্গলা ধারা। গত বছরের ডিসেম্বর মাসে, বেলেঘাটা আইডিতে মৃত্য়ু হয় ৩ চিকেন পক্স আক্রান্তের। মৃত্যু হয়, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মীরা নস্কর (৫২) নামে এক মহিলার। মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা পঙ্কজ বাছার (৬৫) নামে এক ব্যক্তির। হুগলির হরিপালের আরতি দেশমুখ (৬৫) নামে এক চিকেন পক্স আক্রান্তের। এর আগে, ১৯ নভেম্বর বেলেঘাটা আইডিতেই চিকেন পক্স আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়, চেতলার বাসিন্দা আশিস পাল (59) নামে এক ব্য়ক্তির। ডেথ সার্টিফিকেটে চিকেন পক্স এনসেফ্যালোপ্যাথির উল্লেখ ছিল। এই রোগ নিয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।                                                                                                                             

সতর্ক থাকার পরামর্শ চিকিত্‍সকদের: সংক্রামক রোগ বিশেষজ্ঞ অনির্বাণ দলুই বলেন, “চিকেন পক্স বাড়ছে। কেস বেশি পাচ্ছি। যদি বয়স্ক মানুষের হয়, যাঁদের বিভিন্ন কো মর্বিডিটি আছে, তাহলে প্রাণঘাতী হতে পারে। ভয়ঙ্কর ছোঁয়াচে। কাদের কাদের হলে রিস্কজোনে। সেটা বলেছে। উপসর্গ বলেছে। পরিসংখ্য়ান পাওয়া কঠিন। কিন্তু কেস বাড়ছে।’’ চিকিত্‍সকরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াছে। বয়স্কদের ভ্যাকসিন না নেওয়া থাকলে তাঁদের বাড়তি সতর্ক থাকা পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।


আরও পড়ুন: Mid Day Meal: নজরে মিড ডে মিল, প্রকল্প পর্যালোচনায় রাজ্যে আসছে কেন্দ্রীয় দল